• facebook
  • twitter
Monday, 22 December, 2025

ছায়ানটে হামলায় মামলা দায়ের যুবক-হত্যায় ধৃত আরও ২

ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে একটি পোশাক কারখানার হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে প্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার করা হয়েছে বছর ২৫-এর ২ যুবক আশিকুর রহমান এবং কাইয়ুমকে। তাঁরা দুজনেই জামিরদিয়া দুবালিয়াপাড়া এলাকার বাসিন্দা। রবিবার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ ঘটনাস্থলে সেই সময় ২ অভিযুক্ত উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে।’

অন্যদিকে, ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ছায়ানটের ম্যানেজার দুলাল ঘোষ শনিবার প্রায় ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Advertisement

কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছিল আগেই।

Advertisement

Advertisement