• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

পুলিশ জানিয়েছে, আটক হওয়া যুবকের নাম রিগাল চোংথাম। তিনি ইম্ফলের বাসিন্দা। সেখান থেকে তিনি কলকাতায় এসেছিলেন।

প্রতীকী চিত্র

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যাত্রীকে আটক করেছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ। মঙ্গলবার কলকাতা থেকে মুম্বইগামী বিমান ইন্ডিগো ৬ই ৫২২৭–তে এই বোমাতঙ্ক ছড়ায়। এক যাত্রী দাবি করেন, ‘মেরে পাস বম্ব হ্যায়’ অর্থাৎ আমার কাছে বোমা আছে। এর জেরে গোটা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ওই বিমান থেকে কোনও সন্দেহজনক বস্তু বা বোমা পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া যুবকের নাম রিগাল চোংথাম। তিনি ইম্ফলের বাসিন্দা। সেখান থেকে তিনি কলকাতায় এসেছিলেন। মঙ্গলবার সাড়ে ১২টা নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই ৫২২৭ বিমানের। সেই বিমানের যাত্রী ছিলেন রিগাল। রওনা হওয়ার আগে ল্যাডার পয়েন্ট চেকিংয়ে এসে তিনি দাবি করেন, তাঁর কাছে বোমা আছে। সেই সময় ১৮৬ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন যাত্রী বিমানে উঠে গিয়েছিলেন। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়তেই বিমান থেকে সব যাত্রীদেরই নামিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এসে তল্লাশি চালায়। যদিও বিমানবন্দর সূত্রের খবর, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

প্রসঙ্গত ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই বিমানটিকে অন্যত্র সরানো হয়েছে। আরও ভালোভাবে বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। যুদ্ধের আবহে নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছে না কর্তৃপক্ষ।