• facebook
  • twitter
Thursday, 25 December, 2025

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দাপট ভাঙতে কেন্দ্রের পদক্ষেপ, ভারতের আকাশে উড়ছে ৩ নতুন এয়ারলাইন্স

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তিনটি নতুন বিমান সংস্থাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের বিমান পরিষেবায় দীর্ঘদিন ধরেই ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার দাপট চলছে। দেশের প্রায় ৯০ শতাংশ উড়ান এই দুই সংস্থার হাতেই। তবে এবার সেই একচেটিয়া প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তিনটি নতুন বিমান সংস্থাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিয়েছে। এর ফলে শিগগিরই ভারতের আকাশে আরও তিনটি নতুন এয়ারলাইন্স উড়তে পারে।

নতুন সংস্থাগুলি হল– কেরালাভিত্তিক ‘আল হিন্দ এয়ার’, হায়দরাবাদের কার্গো সংস্থা থেকে আসা ‘ফ্লাইএক্সপ্রেস’ এবং উত্তরপ্রদেশ-কেন্দ্রিক ‘শঙ্খ এয়ার’। এর আগে ‘শঙ্খ এয়ার’ এনওসি পেলেও সম্প্রতি বাকি দু’টি সংস্থাকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনটি নতুন নাম ভারতের এভিয়েশন বাজারে প্রবেশের পথে।

Advertisement

বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, যাত্রীদের সুবিধা এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতেই নতুন সংস্থাগুলিকে উৎসাহ দিচ্ছে সরকার। বিশেষজ্ঞদের মতে, নতুন এয়ারলাইন্স এলে টিকিটের দাম কমতে পারে এবং পরিষেবার মানও উন্নত হবে।

Advertisement

তবে এনওসি পাওয়া মানেই যে সঙ্গে সঙ্গে বিমান ওড়া শুরু করবে, তা নয়। এর পর ডিজিসিএ-র কাছ থেকে ‘এয়ার অপারেটর সার্টিফিকেট’ (এওসি) বা চূড়ান্ত লাইসেন্স পেতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই যাত্রী পরিবহণ শুরু করতে পারবে এই সংস্থাগুলি। সূত্রের খবর, নতুন এয়ারলাইন্সগুলি মূলত আঞ্চলিক রুটে জোর দেবে। ‘শঙ্খ এয়ার’ জানিয়েছে, তারা লখনউ, বারাণসী, আগ্রা ও গোরক্ষপুরের মতো শহরগুলিকে সংযুক্ত করতে চায়।

সম্প্রতি ইন্ডিগোর অভ্যন্তরীণ সমস্যার জেরে বহু ফ্লাইট বাতিল হয়েছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তি হয় এবং সরকারের সমালোচনাও হয়। সেই পরিস্থিতির পরই ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার আধিপত্য ভাঙতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement