পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বিধাননগরের চিনার পার্কের কাছে। স্থানীয় সূত্রে খবর, ২১১ রুটের বাস বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিনে যাচ্ছিল। সেই সময় পিছনেই ছিল বাইকটি। বাসের গতি কমাতেই বাসটিকে পাশ কাটিয়ে যেতে চান বাইক আরোহী। আর তখনই হঠাৎ করে গতি বাড়িতে বাইকে ধাক্কা মারে বাস।
ঘটনাস্থলে বাইক আরোহী পড়ে গেলে, তার মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। অকুস্থলেই স্থানীয়েরা এবং বাসের যাত্রীরা ধরে ফেলেন চালককে। অন্যদিকে পুলিশের খবর দেওয়া হলে পুলিশ গিয়ে আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে বাসের চালককে।