কলকাতার বড়বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে ১৪ জনের। ঘটনাটি ঘটে ঋতুরাজ নামের এক হোটেলে। তবে আগুন নেভানোর কাজের পাশাপাশি তদন্তে নেমে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কলকাতা পুরসভার লাইসেন্স দফতরের নথিতে ‘ঋতুরাজ’ নামে কোনও হোটেলের অস্তিত্বই নেই।
২০১৭ সালে ওই একই ঠিকানায় ‘বলরাম প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড’ নামে একটি ট্রেড লাইসেন্স নেওয়া হলেও, হোটেলের নাম হিসেবে সেখানে উল্লেখ আছে ‘ঋতু আহার’। সেই হোটেলের মালিক আকাঙ্ক্ষা চাওলা। জানা যাচ্ছে, এই হোটেলের লাইসেন্স ২০১৭ সালেই বাতিল করে দেয় পুরসভা। কিন্তু অবাক করার মতো বিষয়, ওই হোটেলের অগ্নি নির্বাপক লাইসেন্স এখনও চালু আছে।
Advertisement
এদিকে আগুন লাগার ঘটনায় হোটেল ম্যানেজারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। কলকাতা পুরসভাও তৈরি করছে তদন্ত কমিটি। এই কমিটি খতিয়ে দেখবে, হোটেলটি বৈধভাবে তৈরি হয়েছিল কিনা, বিল্ডিং নির্মাণে ঠিক কী কী অনুমতি ছিল এবং ছাদে থাকা পানশালার কোনও অনুমোদন ছিল কিনা।
Advertisement
একই সঙ্গে প্রশ্ন উঠছে, বহুতল নির্মাণে যেখানে দুটি প্রবেশপথ বাধ্যতামূলক, সেখানে তার ব্যবহার কেন হয়নি। এসব কারণেই গড়ে উঠছে তদন্ত কমিটি।
তবে এই তদন্ত কমিটি নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর অভিযোগ, ‘ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি কেন? পুরসভা তাহলে কী করছে? বারবার মানুষ মারা যাচ্ছে, আর পুরসভা শুধু কমিটি গঠন করছে। শেষ পর্যন্ত কিছুই হয় না, শুধু দায় এড়ানোর নাটক চলে।’
Advertisement



