অভাব-অনটনই চিরকালের সঙ্গী। উৎসবের মরসুমেও ছুটি নেই। দিনের পর দিন শুধু অক্লান্ত পরিশ্রম। জীবনের এই চড়াই-উতরাইয়ের পরেও সততাকে ত্যাগ করেননি রাজারহাটের বাসিন্দা উবের চালক হাবিবুর রহমান বৈদ্য। উবের চালকের সৎ এবং মানবিক রূপে মুগ্ধ বারাসত পুলিশ। এমনকি হাবিবুরের সততার প্রমাণ মিলতেই বারাসত থানার আইসি মৈনাক ব্যানার্জি তাঁকে পুষ্পস্তবক এবং মিষ্টি উপহার দিয়ে সম্মানিতও করলেন।
এরপর হাবিবুর রহমান রাজারহাট লাউহাটির দিকে রওনা দেন। তবে মাঝপথেই বারাসত থানার তরফ থেকে হাবিবুরকে ফোন করে জানানো হয়, মনীষা মৈত্রর ব্যাগটি তাঁর গাড়িতেই রয়েছে এবং তিনি যেন দ্রুত থানায় এসে ব্যাগটি ফিরিয়ে দেন। যেমন নির্দেশ তেমন কাজ। পুলিশের ফোন পাওয়া মাত্রই নিজ গাড়িতে তড়িঘড়ি ব্যাগটি খোঁজেন উবের চালক। এরপর ব্যাগ মিলতেই হাবিবুর বারাসত থানায় হাজির হয়ে পুলিশের হাতে তুলে দেন লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকারের ওই ব্যাগটি। উবের চালকের সততার পরিচয় পেয়ে তাঁকে সম্মানিত করে বারাসত পুলিশ।
Advertisement
Advertisement



