কালীপুজোর জন্য বিশেষ ওয়েবসাইট চালু করেছে বারাসত জেলা পুলিশ। এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্যার সমাধান হবে দর্শনার্থীদের। তাঁরা একটি ক্লিক করে জানতে পারবেন কোন মণ্ডপে কেমন ভিড় আছে, সেখানে কীভাবে যাওয়া যাবে, পার্কিং জোন কোনটি। পাশাপাশি নো এন্ট্রি পয়েন্ট ও পুলিশ সহায়তা কেন্দ্র কোথায় হয়েছে তা–ও জানা যাবে। ওয়েবসাইটটি হল
www.kalipujabarasat.in। পুলিশ আশাবাদী, এই ওয়েবসাইট চালু হওয়ায় বারাসত ও মধ্যমগ্রামে কালীপুজোয় কম ভোগান্তির শিকার হতে হবে দর্শনার্থীদের। কালীপুজো সময় এই উদ্যোগকে ডিজিটাল সহায়তা বলে উল্লেখ করেছে বারাসত জেলা পুলিশ।
কালীপুজোয় বারাসত, মধ্যমগ্রাম এলাকায় প্রচুর পুজো হয়। ভিড়ও হয় প্রচুর। ভিড়ের কারণে পুজোর দিনগুলিতে সমস্যায় পড়তে হয় মানুষকে। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, ২০–২৩ অক্টোবর পর্যন্ত বারাসত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতার দিক থেকে আসা বাসগুলিকে রথতলা মোড়ের পর আর যেতে দেওয়া হবে না। রথতলা থেকে যশোর রোড পর্যন্ত টোটো ও অটো পরিষেবা চালু থাকবে। পার্কিন জোন করা হয়েছে শেঠপুকুর ও মিলনীর মাঠে। কালীপুজোর দিনগুলিতে বারাসত, মধ্যমগ্রাম এলাকায় ২৬০০ পুলিশ মোতায়েন করা হবে। থাকবে পর্যান্ত সিসিটিভির নজরদারি। এছাড়া জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে ভিড়ের লাইভ টেলিকাস্ট। এর ফলে দর্শনার্থীরা আগে থেকে ভিড়ের পরিস্থিতি বুঝতে পারবেন। কালীপুজোর জন্য একটি গাইডম্যাপও প্রকাশ করেছে পুলিশ।
দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভিড়ের মধ্যে ছদ্মবেশে পুলিশ মোতায়েন করতে চলেছে বারাসত পুলিশ। নারী সুরক্ষা, চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম রুখতে সাদা পোশাকে থাকবেন পুলিশ কর্মীরা। দর্শনার্থীদের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীরা কোথাও কোনও সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। বারাসত পুলিশের কাছে পৌঁছতে মেসেজও করা যাবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। এলাকাবাসীদের উদ্দেশে পুলিশের পরামর্শ, বাড়ি থেকে বেরোনোর সময় যেন প্রত্যেকে আধার বা ভোটার কার্ড অথবা ইলেক্ট্রিক বিল নিয়ে বেরোন। তাহলে তাঁদের বাড়িতে ঢুকতে সমস্যা হবে না।
Advertisement