• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্যাঙ্ককে ৯০০ বার! খড়দহের ব্যবসায়ী বিনোদ গুপ্তার বিদেশযাত্রা নিয়ে তদন্তে ইডি

সম্প্রতি নদিয়ার শিবপুর থেকে ধৃত ইন্দুভূষণ হালদারের সঙ্গে আজাদের যোগাযোগ ছিল বলেই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরা করেই উঠে আসে বিনোদ গুপ্তার নাম।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। গত ১০ বছরে ৯০০ বার ব্যাঙ্কক যাত্রা খড়দহের ব্যবসায়ী বিনোদ গুপ্তার। তাঁর এই বিদেশ যাত্রা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, এ ধরনের বিদেশ সফর স্বাভাবিক নয়। বরং এর পেছনে কী উদ্দেশ্য কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ইডি। সেই সূত্রেই মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিনোদ গুপ্তার বাড়িতে তল্লাশি চলে। সূত্রের খবর, একাধিক নথি বাজেয়াপ্ত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও হাতে পেয়েছেন তদন্তকারীরা।

Advertisement

ইডি কর্মকর্তাদের সন্দেহ, বিনোদের বিদেশযাত্রা এবং আর্থিক লেনদেন— দু’টিই অস্বাভাবিক। তাঁর দাবি, মশলার ব্যবসার জন্যই বারবার ব্যাঙ্কক যেতে হয়। যদিও তদন্তকারী আধিকারিকরা তা মানতে নারাজ। ইডি সূত্রের খবর, মশলার পাশাপাশি ফরেক্স ব্যবসার সঙ্গেও যুক্ত এই ব্যবসায়ী। ফলে ফরেক্স লেনদেনের নেটওয়ার্কে ভুয়ো পাসপোর্ট চক্রের ছায়া রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তারের পরই তদন্তে নতুন মোড় নেয়। তাঁকে জেরা করে ইডি উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিভিন্ন অঞ্চলে হানা দেয়। সম্প্রতি নদিয়ার শিবপুর থেকে ধৃত ইন্দুভূষণ হালদারের সঙ্গে আজাদের যোগাযোগ ছিল বলেই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরা করেই উঠে আসে বিনোদ গুপ্তার নাম।

ইডির দাবি, ভুয়ো পাসপোর্ট তৈরি করে যে টাকা ইন্দুভূষণরা পেতেন, তা ফরেক্সে বিনিয়োগ হতো। সেই লেনদেনের সূত্র ধরেই বিনোদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে ইডি। ওই ব্যবসায়ীকে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

 

Advertisement