• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহেশতলায় অটো জালিয়াতি, গ্রেপ্তার ৪

মহেশতলায় অটো জালিয়াতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন দালাল সহ ফিন্যান্স সংস্থার এজেন্ট।

প্রতীকী ছবি

মহেশতলায় অটো জালিয়াতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন দালাল সহ ফিন্যান্স সংস্থার এজেন্ট। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন, মহেশতলার বাসিন্দা গৌরাঙ্গ সাঁতরা, সোমনাথ চক্রবর্তী, হরিদেবপুরের বাসিন্দা বিশ্বজিৎ দাস এবং ঠাকুরপুকুরের বাসিন্দা সমীর নস্কর। গৌরাঙ্গ ও সোমনাথই সাধারণ মানুষের নথি জোগাড় করতেন।

ধৃতদের জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ ও সমীরের নাম উঠে আসে। বিশ্বজিৎ একটি ফিন্যান্স কোম্পানিতে এজেন্ট হিসেবে কাজ করতেন। অন্যদিকে সই নকল করে নথি ও ডিড বানিয়ে মোটর ভেহিকেলস বা আরটিওতে জমা করতেন সমীর।

Advertisement

Advertisement

Advertisement