রাত তখন সাড়ে ৯টা। হঠাৎই বাড়ির লোকেরা দেখেন আগুন জ্বলছে বাড়িতে। আতঙ্কে কোনোরকমে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাড়ির সদস্যরা। তাঁদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রাও। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে, স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বৃহস্পতিবার রাতে পদ্মপুকুর লেনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আগুন লাগলো কিভাবে? ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়। ইদানিং তাঁদের বাড়িতে প্রোমোটারের নজর পড়েছিল। চক্রান্ত করেই অগ্নি-সংযোগ করা হয়েছে। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে বাড়িতে আগুন লাগানো হয়েছে। প্রোমোটারের লোকেরাই এই কাণ্ড করেছে। বেশ কয়েকদিন ধরেই তাঁদের বাড়ি ছাড়ার জন্য তাঁদের চাপ দেওয়া হয়। কিন্তু তাঁরা রাজি হননি।
Advertisement
Advertisement
Advertisement



