• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্যাংরার আবাসনে তাণ্ডব, গ্রেপ্তার ৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে কলকাতার ট্যাংরার একটি আবাসনে তাণ্ডবের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র

ফুটবল খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে ট্যাংরার একটি আবাসনে তাণ্ডবের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার ট্যাংরার ক্রিস্টোফার রোডের ওই আবাসনের গেট বন্ধ করে ফুটবল খেলার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। পাশাপাশি আবাসনের আলোর মুখ ঘুরিয়ে খেলার মাঠের দিকে করে দেওয়া হয়। এদিন রাত ৩টে পর্যন্ত চলে খেলা। খেলা শেষ হওয়ার পর আবাসনের বাসিন্দারা ঘটনার প্রতিবাদ জানান। এরপরই আচমকা আবাসনে ঢুকে তাণ্ডব চালান বহিরাগতরা। গালিগালাজ করে একাধিক ফ্ল্যাটের দরজায় লাথি মারার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। ওই গভীর রাতে কলিং বেল বাজানো সহ আবর্জনার পাত্র উল্টে দেওয়ার অভিযোগও ওঠে। এর ফলে রাতে আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি বৈঠক করে পার্শবর্তী বস্তির কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আবাসনের বাসিন্দারা। বহিরাগতদের তাণ্ডবের প্রতিবাদে ক্রিস্টোফার রোডে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তাঁরা। সেখানেও বহিরাগতদের হামলায় দুই বাসিন্দা আহত হন।

Advertisement

যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাঁদের দাবি, ফুটবল খেলা চলাকালীন আবাসন থেকে মাঠে আবর্জনা ফেলা হচ্ছিল। সেই কারণে এই ঘটনাটি ঘটেছে। কলকাতা পুলিশের ডিসি (পূর্ব শহরতলি) গৌরব লাল জানিয়েছেন, এই ঘটনার তদন্ত করছে ট্যাংরা থানার পুলিশ। বাকি অভিযুক্ত খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

Advertisement