মদের আসরে বচসার জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তাঁরই বন্ধুর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানা এলাকার মদনমোহন বর্মণ স্ট্রিটে। মৃতের পরিবারের সদস্যরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। মৃতদেহের ময়নাতদন্তের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফইজল ফাহিম। তাঁর বয়স ১৯ বছর। বুধবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন। সেই সময় আচমকা এক বন্ধুর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। কথাকাটাকাটি গড়ায় হাতাহাতিতে। তারপর ওই বন্ধু মদের বোতল ভেঙে ফইজলের গলায় ঢুকিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ফইজল রাস্তায় লুটিয়ে পড়লে তাঁকে ফেলে রেখেই চম্পট দেন অভিযুক্ত ও মদের আসরে বসে থাকা অন্যরা।
কিছুক্ষণ পরে আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ও মদের আসরে উপস্থিত অন্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।