• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ট্রেনে ভুলে যাওয়া লাগেজ দ্রুত ফেরাতে তৎপর পূর্ব রেলের আরপিএফ

হাওড়া ডিভিশনে ১৫৪টি, শিয়ালদহে ১০৯টি, মালদায় ৩৮টি এবং আসানসোলে ৬৪টি লাগেজ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিটি উদ্ধারকৃত জিনিস যাচাই ও নথিভুক্তির পর যথার্থ মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিদিন হাজার হাজার যাত্রী রেলপথে যাতায়াত করেন, আর এর মধ্যে অনেকেই ভুলে তাঁদের ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র ট্রেনে ভুলে ফেলে রেখে যান। সাধারণত বাস বা অন্য গাড়িতে কোনও ব্যক্তিগত সামগ্রী ভুলে ফেলে এলে তা ফেরত পাওয়া দুঃসাধ্য। তবে পূর্ব রেলের রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম, যারা যাত্রীদের হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। আরপিএফ-এর নজরদারির ফলে বিভিন্ন ট্রেনের কামরাগুলি ও স্টেশন চত্বরে অবহেলিত অবস্থায় থাকা ব্যাগ বা অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। যদি কোনও যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ বা অন্যান্য জিনিস রেলওয়ে পুলিশ খুঁজে পায়, তবে সেটি কোন ব্যক্তির তা শনাক্ত করার চেষ্টা করে তাঁরা। যদি মালিককে খুঁজে পাওয়া না যায়, তবে আরপিএফ সেই সামগ্রী নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে যায়।

পূর্ব রেল ”অপারেশন আমানত” নামে একটি বিশেষ অভিযানের মাধ্যমে অক্টোবর মাসে ৩৬৫টি হারানো লাগেজ উদ্ধার করেছে, যার মোট আনুমানিক মূল্য ৪৬ লক্ষ টাকারও বেশি। হাওড়া ডিভিশনে ১৫৪টি, শিয়ালদহে ১০৯টি, মালদায় ৩৮টি এবং আসানসোলে ৬৪টি লাগেজ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিটি উদ্ধারকৃত জিনিস যাচাই ও নথিভুক্তির পর যথার্থ মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement

গত ৩ নভেম্বর আরপিএফ-এর সক্রিয়তায় হাওড়া, বর্ধমান, শিয়ালদহ, কলকাতা, বনগাঁ, আন্দুল এবং আসানসোল স্টেশন থেকে আরও ১০টি ব্যাগ উদ্ধার হয় এবং সঠিক তথ্য যাচাইয়ের পর উদ্ধারকৃত জিনিসগুলি তাঁদের মালিকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

Advertisement

আরপিএফ-এর এই তৎপরতা প্রমাণ করে, তাঁরা শুধু যাত্রীদের নিরাপত্তাই নয় বরং তাঁদের জিনিসপত্র সংরক্ষণ ও দ্রুত পুনরুদ্ধারেও অগ্রণী ভূমিকা পালন করছে। যাত্রীরা আরপিএফ-এর এই তৎপরতা ও দায়িত্বশীলতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Advertisement