• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইঞ্জেকশন দিয়ে তরুণীকে ৮ বছর ধরে ধর্ষণ, গ্রেফতার ৪ 

১৬ বছরের এক তরুণীকে অপহরণ করে ৮ বছর ধরে ধর্ষণের অভিযােগ উঠল মুম্বইয়ের আন্ধেরিতে। এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

১৬ বছরের এক তরুণীকে অপহরণ করে ৮ বছর ধরে ধর্ষণের অভিযােগ উঠল মুম্বইয়ের আন্ধেরিতে। এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী জুনিয়র কলেজের পড়ুয়া। অভিযােগ, প্রতিশেী এক ব্যক্তি ট্যাবলেট ও ইঞ্জেকশন আকারে ‘এফ্রোডিসিয়াকস’ নিতে বাধ্য করার পর তাঁকে যৌন নির্যাতন করত। 

অন্য যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তারা ওই তরুণীর কাকা ও কাকার ছেলে। ওই তরুণী আরও জানিয়েছেন যে, তাঁর বাবা বিয়ের জন্য উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার পরেই কাকাতাে ভাই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। 

Advertisement

আম্বােলি থানার পুলিশ একটি ২৭ পাতার নােট উদ্ধার করেছে। তরুণী জানিয়েছেন, ওই নােট তিনি তাঁর বাবা-মাকে লিখেছিলেন। নােট খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, তরুণী যৌন আকাঙক্ষাবর্ধক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। 

Advertisement

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই প্রতিবেশী যৌন নির্যাতনের ভিডিয়াে তুলে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এর পর তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মেয়ের লেখা চিঠি পাওয়ার পর থানায় বিষয়টি জানায় পরিবার। এরপরই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের।

Advertisement