• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলা, আশঙ্কাজনক ছেলে

পুষ্পা ২-র প্রিমিয়ারে বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।

পুষ্পা ২-র প্রিমিয়ারে বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে। অর্জুন নিজেও থিয়েটারে পৌঁছেছিলেন। তার পরে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের অনেক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোডে অবস্থিত সন্ধ্যা থিয়েটারে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৩৯ বছর বয়সী রেবতী মারা যান। তাঁর সন্তান গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বামী ভাস্কর ও দুই সন্তানকে নিয়ে ছবির প্রিমিয়ারে যান রেবতী।

ভিড়ের মধ্যে পড়ে যাওয়ার পর ওই মহিলাকে সিপিআর দেওয়া হয়েছিল। পরে তাঁকে বিদ্যা নগর স্টেট হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ শিশুটিকে সিপিআর দিয়ে সুস্থ করে বেগমপেটের হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

রাত সাড়ে ১০টার নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় হঠাৎ করেই থিয়েটারে পৌঁছে যান প্রধান অভিনেতা অর্জুন। তাঁর আসার খবর ছড়িয়ে পড়তেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ নিয়ন্ত্রণহীন ভিড় নিয়ন্ত্রণে তৎপর হয়। ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পা রিলিজ করেছিল। বক্স অফিসে ঝড় তোলা সেই সিনেমারই দ্বিতীয় অংশ – পুষ্পা ২। আজ, দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্ধানা।