• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আবারও পিছিয়ে গেল ‘পুস্পা ২’ ছবি মুক্তির তারিখ

১৫ আগস্টের পরিবর্তে, ৬ ডিসেম্বর মুভি রিলিজের কথা ঘোষণা করা হয় প্রযোজকের পক্ষ থেকে।সূত্রের খবর, আবারও পিছিয়ে জেতে চলেছে পুষ্পা ২ মুক্তির তারিখ।

এবছরের ১৫ আগস্ট প্রথমে কথা ছিল মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের ‘পুস্পা ২’। আগস্টের প্রথম দিকে জানা যায়, পিছিয়ে যেতে চলেছে ‘পুস্পা ২’ রিলিজের ডেট। ১৫ আগস্টের পরিবর্তে, ৬ ডিসেম্বর মুভি রিলিজের কথা ঘোষণা করা হয় প্রযোজকের পক্ষ থেকে।সূত্রের খবর, আবারও পিছিয়ে জেতে চলেছে পুষ্পা ২ মুক্তির তারিখ। তবে কেন আবারও পিছিয়ে যেতে চলেছে ‘পুস্পা ২’ মুক্তির তারিখ, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

প্রথমে কথা ছিল, স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের সুপারহিট মুভি ‘পুস্পা’র সিক্যুয়েল। তবে সেই ডেট পিছিয়ে যায়, দেওয়া হয় নতুন তারিখ। তবে এবার সেই ডেটও পিছিয়ে যাওয়ার খবর সামনে আসছে। জানা যাচ্ছে, ছবির বেশ কিছুটা অংশ এখনো শুটিং হওয়া বাকি, যার জেরে প্রযোজকের পক্ষ থেকে আবারও পিছিয়ে দেওয়া হলো ছবি মুক্তির তারিখ।

Advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুস্পা ২’ ছবির প্রথম গান, যা জনপ্রিয় হয়েছিল দর্শকমহলেও। তবে বারবার ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় রীতিমতো হতাশ আল্লু অর্জুন অনুরাগীরা।

Advertisement

Advertisement