• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

বাংলা ভাষাতেও মুক্তি পাবে ‘পুষ্পা ২’

মুম্বই– ২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণী সিনেমা ‘পুষ্পা দ্য রেইজ’৷ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল এই ছবি৷ প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে দক্ষিণী এই ছবি৷ তিন বছর পর এবার আসতে চলেছে ছবিটির দ্বিতীয় পর্ব৷ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২-দ্য রুল’ ছবির টিজার৷ যা রীতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে৷ প্রথম টিজারেই দর্শকদের চমকে

মুম্বই– ২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণী সিনেমা ‘পুষ্পা দ্য রেইজ’৷ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল এই ছবি৷ প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে দক্ষিণী এই ছবি৷ তিন বছর পর এবার আসতে চলেছে ছবিটির দ্বিতীয় পর্ব৷ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২-দ্য রুল’ ছবির টিজার৷ যা রীতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে৷ প্রথম টিজারেই দর্শকদের চমকে দিয়েছেন আল্লু অর্জুন এবং রশ্মিকারা৷ জানা গিয়েছে, পুষ্পা ২ শুধু হিন্দি, তামিল, মালয়লম, তেলুগু, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে এবার বাংলা ভাষাতেও৷ আর বাংলা ভার্সানে প্লে ব্যাক করবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস৷ যদিও তিমির এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি৷ গত বছর আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’ ছবির প্রথম পোস্টার৷ সেই পোস্টারে পুষ্পারাজ তথা আল্লুর লুক দেখে সকলেই প্রায় চমকে উঠেছিল৷ কারণ এর আগের কোনও ছবিতে আল্লুর এমন লুক কেউ দেখেনি৷ পরনে শাড়ি, কানে দুল, গলায় লেবুর মালা, একমুখ দাড়ি-গোঁফ,মুখে রঙ মাখা যা দেখে ভক্তরা হইচই ফেলে দিয়েছে৷

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় ভাগে থাকবে বড়সড় বদল৷ এমনকী ছবির ক্লাইম্যাক্সও দর্শকদের চমকে দেবে৷ ছবির পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে সাফল্য পেয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখেই ছবিটির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে৷ ছবিটির দ্বিতীয়ভাগ ‘পুষ্পা ২- দ্য রুল’-কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা৷ ছবিটি বিগ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৫ অগস্ট৷