• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

সহবাসে জোরাজুরি করায় বিয়ের ১৫ দিন পর স্বামীকে খুন স্ত্রী’র

এখনও কাটেনি মেঘালয় কাণ্ডের রেশ। এরই মধ্যেই বিয়ের মাত্র ১৫ দিন পরে স্বামীকে হত্যার অভিযোগে এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এখনও কাটেনি মেঘালয় কাণ্ডের রেশ। এরই মধ্যেই বিয়ের মাত্র ১৫ দিন পরে স্বামীকে হত্যার অভিযোগে এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, স্বামীকে কুপিয়ে খুন করেছেন অভিযুক্ত। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলিতে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিল লোখান্ডে (৫৩)। ক্যানসার আক্রান্ত হয়ে তাঁর প্রথম স্ত্রীয়ের মৃত্যু হয়। এর পরে তিনি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। ১৫ দিন আগে ২৭ বছর বয়সি রাধিকা বালকৃষ্ণ ইঙ্গলেকে বিয়ে করেন অনিল। পুলিশের জেরায় ওই যুবতী জানান, বিয়ের পর সহবাসের করার জন্য তাঁকে জোর করছিলেন স্বামী। এই নিয়ে দুই জনের মধ্যে ঝামেলা হয়। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। সেই রাগেই স্বামীকে খুনে করেন তিনি। যদিও যুবতীর এই দাবি নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে অনিল যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় তাঁকে কুড়ুল দিয়ে একের পর এক কোপ বসাতে থাকেন তাঁর স্ত্রী। রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই অনিলের মৃত্যু হয়। পরে মহিলাকে গ্রেপ্তার করে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। এই খুনের কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। শুধু সহবাসের দাবি জানাতেই খুন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্বামী স্ত্রীয়ের মধ্যে বয়েসেরও বেশ ফারাক রয়েছে। সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ।

সম্প্রতি মেঘালয়ে হানিমুনে নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের নবদম্পতি রাজা ও সোনম রঘুবংশী। কয়েকদিন পর মেঘালয় থেকেই রাজার দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন সোনম। প্রথমে মনে করা হয়েছিল, সোনমকে অপহরণ করা হয়েছে। কিন্তু পরে জানা যায়, সোনমই নিজের প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সাংলির খুনের ঘটনায় কোনও ‘তৃতীয় ব্যক্তি’ জড়িত রয়েছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।