ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়েছে যে বিদেশের মাটিতে, বিশেষত পাকিস্তানে বাছাই করে জঙ্গিদের হত্যা করছে ভারত। যদিও ওই রিপোর্টকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকর স্পষ্ট জানান, বিদেশের মাটিতে গিয়ে হত্যা করা ভারত সরকারের নীতি নয়। গত ৯ এপ্রিল এই বিষয়ে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমরা মিডিয়া রিপোর্টের দিকে নজর রাখছি। তবে এই বিষয়ে এখনই আমাদের তরফে বক্তব্য রাখার কিছু নেই। সংঘাত এড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আলোচনা করে দুই দেশকে সমস্যার সমাধান করতে হবে ।’
সম্প্রতি এক জনসভায় মোদি বলেন, ‘‘দেশে শক্তিশালী সরকার রয়েছে। দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে এই মজবুত সরকার প্রতিবেশীদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করবে।’’ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কন্ঠেও একই ধরনের বক্তব্য শোনা যায়। এরপর পাকিস্তানের বিবৃতি ছিল, ভারতের নেতারা ‘উসকানিমূলক’ মন্তব্য করছে। বুধবার নতুন করে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু বলেন, ‘‘আমি আগেই বলেছি, আমেরিকা দু’দেশের মাঝখানে ঢুকবে না। তবে আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা এড়াতে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বার করতে উৎসাহিত করব।’’
Advertisement
Advertisement
Advertisement



