• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

জুবিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তিগত দেহরক্ষী

সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তাঁর দুই ব্যক্তিগত দেহরক্ষীকে গ্রেপ্তার করল অসম পুলিশের সিট। ধৃতদের নাম নন্দেশ্বর বোরা, পরেশ বৈশ্য।

সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তাঁর দুই ব্যক্তিগত দেহরক্ষীকে গ্রেপ্তার করল অসম পুলিশের সিট। ধৃতদের নাম নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য। ২০১৩ সালে বিহু উদ্‌যাপনের সময় হিন্দি গান গাওয়ার জন্য খুনের হুমকি পেয়েছিলেন জুবিন। সেই থেকেই জুবিনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন নন্দেশ্বর ও পরেশ। জুবিনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিট।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে সমুদ্রে নেমে স্কুবা ডাইভিং করার সময় জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, বাঁচানো সম্ভব হয়নি। অভিযোগ, জলে নামার সময়ে জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কীভাবে এত বড় গাফিলতি ঘটল, সেই প্রশ্ন উঠেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে সিট।

Advertisement

সিটের সদস্যেরা জানতে পেরেছেন, জুবিনের মৃত্যুর আগে ওই দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল। একজনের অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাঁদের বেতনের থেকে অনেকটাই বেশি। এমনকী তাঁরা জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে যাননি। এই না যাওয়ার সঙ্গে আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

প্রসঙ্গত, জুবিনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত, জুবিনের তুতো ভাই ও পুলিশ আধিকারিক সন্দীপন গার্গ। নতুন করে দু’জন গ্রেপ্তার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত।

Advertisement