মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে এনেছেন অনেক পরিবর্তন। জানানো হয়েছে, এবার থেকে এইচ-১বি ভিসার জন্য আমেরিকান সংস্থাগুলির কাছ থেকে এককালীন এক লাখ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা নেওয়া হবে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। ফলে যারা কর্মসূত্রে আমেরিকায় থাকেন, কিন্তু বর্তমানে দেশের বাইরে আছেন তাঁরা বিপদে পড়েছেন। শেষ মুহূর্তে আমেরিকায় ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। মানুষের এই ব্যস্ততার সুযোগ নিয়ে বিপুল হারে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলি।
পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে গত ২৪ ঘণ্টায় ভারত থেকে আমেরিকার ফ্লাইটের ভাড়া উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। আমেরিকায় কর্মসূত্রে থাকা অধিকাংশ ভারতীয় নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে আমেরিকায় ফিরতে চাইছেন। সেই কারণে শনিবার বিকেল থেকে অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছিল আমেরিকাগামী বিমানের টিকিট। অনেক যাত্রী অভিযোগ করেছেন, শেষ মুহূর্তে বিপুল চাহিদার জন্য চড়া দাম চাইছে বিমানসংস্থাগুলি। এছাড়াও, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর মেটা, মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের মতো বড় সংস্থাগুলি তাদের বিদেশি কর্মীদের একদিনের মধ্যে আমেরিকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একথাও জানানো হয়েছে যে, বর্তমানে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের সেই দেশে থাকতে হতে পারে অনির্দিষ্টকালের জন্য। আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীরা আচমকা পাওয়া এই নির্দেশে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
Advertisement
ভ্রমণ বুকিং সংস্থা মেকমাইট্রিপের এক মুখপাত্র বলেছেন, রবিবার ভোর থেকে আমেরিকাগামী বিমানের বুকিং নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আগুন দামে বিক্রি হচ্ছে টিকিট। শুধুমাত্র এয়ার ইন্ডিয়া ভারত এবং আমেরিকার মধ্যে সরাসরি উড়ান চালনা করে। দুবাই, আবু ধাবি, দোহা, সিঙ্গাপুর, হংকং হয়েও অনেক বিমান আমেরিকা যায়। ভাড়া বেড়ে গিয়েছে সেইসব বিমানেরও। একটি সংবাদসংস্থা সূত্রে খবর, অনেকেই পুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে দেশে ফেরার জন্য আগাম ছুটি নিয়েছিলেন। শনিবার থেকে আগাম নেওয়া সেইসব ছুটিও বাতিল করে দিচ্ছেন বহু মানুষ।
Advertisement
Advertisement



