• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ট্রাম্পের নয়া শুল্কে ধাক্কা, রপ্তানিতে বড় প্রভাবের আশঙ্কা

বিকল্প বাজার খুঁজছে নয়াদিল্লি, আতঙ্কে ব্যবসায়ী মহল

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়া থেকে তেল কেনা চালু রাখায় ভারতের উপর কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক বসানোর পর এবার আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল থেকে আমেরিকায় প্রবেশ করা ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।

এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন ভারতীয় রপ্তানি ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, আমেরিকায় বছরে প্রায় ৮,৭০০ কোটি ডলারের রপ্তানির ৫৫ শতাংশের উপর প্রভাব পড়তে পারে। “আমেরিকান ক্রেতারা নতুন অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন। সেপ্টেম্বর থেকে রপ্তানি অন্তত ২০–৩০ শতাংশ কমতে পারে,” জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের সভাপতি পঙ্কজ চড্ডা

Advertisement

নয়াদিল্লির প্রস্তুতি

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিকল্প বাজার খোঁজার কাজ চলছে। সম্ভাব্য তালিকায় রয়েছে চিন, দক্ষিণ আমেরিকা, পশ্চিম এশিয়া ও আরও প্রায় ৫০টি দেশ। বিশেষ জোর দেওয়া হচ্ছে বস্ত্র, চামড়া, খাদ্যপ্রক্রিয়াজাত ও সামুদ্রিক পণ্য রপ্তানির দিকে।

Advertisement

শেয়ার বাজারে ধাক্কা

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। সেনসেক্স ও নিফটি একদিনে ১ শতাংশ কমে গেছে, যা গত তিন মাসের মধ্যে সর্বাধিক দৈনিক পতন।

ভূ-রাজনৈতিক টানাপোড়েন

আমেরিকার অভিযোগ, ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে তা ফের বিক্রি করছে, যার অর্থ ইউক্রেন যুদ্ধে কাজে লাগছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। বরং বিকল্প কূটনৈতিক পথ খুঁজছে ভারত। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত-চিন সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিক্সের পূর্বাভাস—মার্কিন শুল্ক দীর্ঘস্থায়ী হলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৮ শতাংশ কমতে পারে। এতে কর্পোরেট মুনাফা কমার পাশাপাশি এশিয়ার সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

Advertisement