• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর

একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা থাকা সার্জিয়ো বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন।

ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সার্জিও গোরের নাম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রদূতের পাশাপাশি তাঁকে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় প্রেসিডেন্টের বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা থাকা সার্জিও বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার এক সমাজমাধ্যম পোস্টে ট্রাম্প লেখেন, ‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিও গোরকে মনোনীত করছি। দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য তিনিই আমার বিশেষ দূত হবেন।’ প্রেসিডেন্ট আরও জানান, ফেডেরাল প্রশাসনের বিভিন্ন দফতরে প্রায় চার হাজার পদে রেকর্ড সময়ে নিয়োগের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন সার্জিওর নেতৃত্বাধীন দল। বর্তমানে আমেরিকার প্রশাসনিক কাঠামো ৯৫ শতাংশ পূর্ণ বলেও জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

ট্রাম্প বলেন, ‘সার্জিও শুধু আমার খুব ভাল বন্ধু নন, তিনি দীর্ঘদিন ধরে আমার পাশে থেকেছেন। নির্বাচনী প্রচার থেকে বই প্রকাশ, সব ক্ষেত্রেই আমার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন।’ প্রেসিডেন্টের কথায়, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চল দক্ষিণ ও মধ্য এশিয়ায় এমন কাউকে প্রয়োজন ছিল, যাঁর উপরে সম্পূর্ণ ভরসা করা যায়। সেই আস্থার জায়গায়ই সার্জিওকে এগিয়ে রাখছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, সার্জিও গোরকে নিয়ে অতীতে বিতর্কও তৈরি হয়েছিল। হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে তাঁর সঙ্গে সংঘাত বাধে টেসলার সিইও ইলন মাস্কের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউসের বিশেষ দায়িত্ব থেকে ইস্তফা দেন মাস্ক। সেই সময় সার্জিওর বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত কিছু অভিযোগ তোলেন মাস্ক এবং তাঁকে ‘সাপ’ বলে উল্লেখ করেন। যদিও হোয়াইট হাউস সেই অভিযোগ নস্যাৎ করে দেয়।

ভারতে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত সার্জিও হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বেই থাকবেন বলে জানানো হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সার্জিও গোর।

Advertisement