• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

৫ দিনের ভারত সফরে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি

পাঁচ দিনের সফরে আগামী রবিবার ভারতে আসছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার

পাঁচ দিনের সফরে আগামী রবিবার ভারতে আসছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। তিনি বৃহস্পতিবার পর্যন্ত ভারতে থাকবেন। এই সময় কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অ্যালিসন হুকার তাঁর এই সফরে ভারতের পদস্থ আধিকারিকদের সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথ কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। বিদেশ সচিব বিক্রম মিস্রীর সঙ্গেও তাঁর আলাদা বৈঠক নির্ধারিত রয়েছে।

Advertisement

সফরের অংশ হিসেবে তিনি বেঙ্গালুরুতে ইসরো দপ্তরে গিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার আধিকারিকদের সঙ্গে মহাকাশ প্রযুক্তি ও ভবিষ্যতের যৌথ প্রকল্প নিয়ে কথাবার্তা বলবেন। সামগ্রিকভাবে মনে করা হচ্ছে, এই সফর ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার পথ খুলে দেবে।

Advertisement

চলতি সপ্তাহেই বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছে আমেরিকার একটি প্রতিনিধিদল। ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলা এই তিন দিনের বৈঠকে ভারতের প্রতিনিধিদের সঙ্গে বসে বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। মনে করা হচ্ছে, এই আলোচনা পর্বেই দুই দেশ বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত করতে পারে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করবে।

Advertisement