• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঝাড়খণ্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা

ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হলেন শীর্ষ মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তা।

ফাইল ছবি

ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিহত হলেন শীর্ষ মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তা। শনিবার রাত থেকে পশ্চিম সিংভূম জেলার গোইলকেরা থানার অন্তর্গত অঞ্চলে চলা গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মাওবাদী নেতার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

চাঁইবাসার পুলিশ সুপার পরশ রানা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সারান্ডার জঙ্গলে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযান শুরু হতেই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর অমিত হাঁসদার মৃত্যু নিশ্চিত হয়। তবে তাঁর সঙ্গী মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হন। মাওবাদীদের ডেরা থেকে একটি এসএলআর রাইফেল, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Advertisement

এর আগে, গত ৩ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের পালামৌ জেলার কেড়ালের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে প্রাণ হারান দুই পুলিশকর্মী। সেদিন গোপন সূত্রে খবর পাওয়া যায়, ওই এলাকায় লুকিয়ে রয়েছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা শশীকান্ত গানঝু, যাঁর মাথার দামও ১০ লক্ষ টাকা। তবে ওই অভিযানে গানঝু পালিয়ে যেতে সক্ষম হন। সারান্ডা জঙ্গলের এই সফল অভিযানে পুলিশের বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে মাওবাদীদের খোঁজে অভিযান আরও তীব্র করা হবে।

Advertisement

Advertisement