• facebook
  • twitter
Monday, 15 December, 2025

তৃণমূলের তিন সাংসদ বৈঠক করলেন মুম্বইয়ে শরদের বাড়িতে, শেয়ার বাজারকাণ্ডে সেবির তদন্তের দাবিতে জোট!

মুম্বই, ১৮ জুন– শেয়ার বাজারকাণ্ডে কেন্দ্রের বিজেপি সরকারকে ঘিরতে এবার জোটের পরিকল্পনা বাংলার তৃণমূল কংগ্রেসের৷ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল, একাধিক আঞ্চলিক দলের নেতৃত্বের সঙ্গে দেখা করতে৷ এবার আঞ্চলিক বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার সেই প্রয়াসে আরও একধাপ এগোলো তৃণমূল নেতৃত্ব৷ এই বিষয়ে কথা বলতে মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের দ্বারস্থ তৃণমূলের তিন প্রতিনিধি দল৷ মঙ্গলবার

মুম্বই, ১৮ জুন– শেয়ার বাজারকাণ্ডে কেন্দ্রের বিজেপি সরকারকে ঘিরতে এবার জোটের পরিকল্পনা বাংলার তৃণমূল কংগ্রেসের৷ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল, একাধিক আঞ্চলিক দলের নেতৃত্বের সঙ্গে দেখা করতে৷ এবার আঞ্চলিক বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার সেই প্রয়াসে আরও একধাপ এগোলো তৃণমূল নেতৃত্ব৷ এই বিষয়ে কথা বলতে মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের দ্বারস্থ তৃণমূলের তিন প্রতিনিধি দল৷
মঙ্গলবার মুম্বইয়ে শরদ পওয়ারের বাডি় ‘সিলভার ওক’-এ সকালে বৈঠক করলেন তৃণমূলের তিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ৷ শরদ-কন্যা সুপ্রিয়া সুলেও ছিলেন বৈঠকে৷ যোগ দিয়েছিলেন উদ্ধব ঠাকরের শিবসেনার অন্যতম নেতা অরবিন্দ সবন্তও৷
বৈঠক শেষে শরদ শেয়ার বাজারকাণ্ডে মোদিকে ঘিরতে তৃণমূলের সঙ্গে যেতে রাজি বলেই জানান৷ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, ‘তৃণমূলের সাংসদেরা এসেছিলেন৷ বুথফেরত সমীক্ষার পর্বে শেয়ার বাজারকে যে ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে৷ তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে আমি একমত৷’ যদিও এ বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ অবশ্য এখনই ওই বিষয়ে খোলাখুলি কিছু বলতে চাননি৷ তাঁর বক্তব্য, তাঁরা পওয়ারের বাডি়তে গিয়েছিলেন ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে৷ তবে তৃণমূল সূত্রের খবর, ওই বৈঠকের বিষয়ে তিন সাংসদ দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন৷ তার আগে দলীয় শৃঙ্খলা মেনেই তাঁরা প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না৷
উল্লেখ্য, লোকসভা ভোটের আবহে শেয়ার বাজারের উত্থান পতনকে সামনে রেখে এর আগেই সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে বলতে শোনা গিয়েছে, “শেয়ার বাজারে বড় মাপের স্ক্যাম হয়েছে৷” তবে এই ইসু্যকে সামনে রেখে সর্বপ্রথম সরব হন রাহুল গান্ধি৷ ৪ জুন ভোটের ফল প্রকাশের ঠিক দু’দিন পরই রাহুল বলেছিলেন,  “৩০ মে ও ৩১ মে স্টক মার্কেটে তার আগের দিনগুলির তুলনায় প্রায় দ্বিগুণ লগ্নি এসেছে৷”
বৈঠকের পরে মুম্বইয়ের সেবি দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন বিরোধী দলগুলির নেতা, সাংসদেরা৷ সেখানে তৃণমূলের সঙ্গে ছিলেন পওয়ার, উদ্ধবের দলের প্রতিনিধিরাও৷ তৃণমূলের দাবি, সেই তদন্তের আওতায় রাখা হোক মোদি-শাহকেও৷ উল্লেখযোগ্য বিষয় হল, ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলি পওয়ারের বাডি়র বৈঠকে থাকলেও কংগ্রেসের কাউকে সেখানে দেখা যায়নি৷ নির্বাচনের ফলঘোষণার পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ‘ইন্ডিয়া’র বৈঠকের পরে তিনি দিল্লিতে পৃথক ভাবে বৈঠক করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা এবং সঞ্জয় সিংহদের সঙ্গে৷ তার পরে দিল্লি থেকে মুম্বই গিয়ে উদ্ধবের সঙ্গেও দেখা করেছিলেন অভিষেক৷ সেই বৈঠকে ছিলেন উদ্ধবের পুত্র আদিত্য ঠাকরেও৷

Advertisement

Advertisement