• facebook
  • twitter
Friday, 30 January, 2026

অবাধ নির্বাচন হলে শেষ হয়ে যাবে তৃণমূল-বিজেপি : সূর্যকান্ত

কর্মী সভায় সূর্যকান্ত দাবি করেন রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হলে তৃণমূল ও বিজেপির পায়ের তলায় মাটি সরে যাবে, বামফ্রণ্ট ভাল ফল করবে। এই বিষয়ে বিগত নির্বাচনকালীন সন্ত্রাসের কথাও বলেন তিনি।

সূর্যকান্ত মিশ্র

রাজ্যে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হলে তৃণমূল ও বিজেপির পায়ের তলায় মাটি সরে যাবে । ভাল ফল করবে বামফ্রন্ট। মঙ্গলবার পুরুলিয়া ইন্দোর স্টেডিয়ামে কর্মী সভায় এসে এমন দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সঙ্গে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিষয়টি তুলে তিনি বলেন , জেলা আসন গুলিতে ভোট ভাগাভাগি চান না তাঁরা। এ জন্য তাঁদের পক্ষ থেকে প্রস্তাব করা হলেও কংগ্রেসের তরফ এখনও কিছু জানানো হয়নি। তাদের সাড়া ইতিব্যাক হলেও সমঝোতার অন্যান্য বিষয়গুলি ভাবা হবে। নির্বাচন কমিশনের নজরদারিতে ভোট হলেও সন্ত্রাসের বিষয়টিকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি। সূর্যকান্ত বলেন , গত পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক সসন্ত্রাস হয়েছিল তার যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে , তবু অতিরিক্ত ভরসা রেখে তাঁরা মানুষ্ কে নিজের ভোট নিজে দেওয়ার কথা বলবেন । উপস্থিত ছিলেন জেলা সিপিএম সম্পাদক প্রদীপ রায়, প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া, প্রাক্তন বিধায়ক নিখিল মুখোপাধ্যায় প্রমুখ। তিনি বলেন, সিপিএম এখনো যথেষ্ট প্রাসঙ্গিক । পুলওয়ামার প্রসঙ্গ তুলে তিনি বলেন , এ নিয়ে রাজনীতি করছে বিজেপি । মোদি সরকারের পাঁচ বছরে সব থেকে বেশি জওয়ান শহিদ হয়েছে। এখানে ফরওয়ার্ড ব্লকের একতরফা প্রার্থী দেবার ঘোষণা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন শরীক দলের স্বাধীনতায় তাঁরা হস্তক্ষেপ করেন না। বামফ্রণ্টের ঐক্য তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। পুরুলিয়া বা বহরম্ পুর যে আসনই হোক না কেন এ নিয়ে কংগ্রেসের সরাসরি বামফ্রণ্ট শ রিক দলের সঙ্গে কথা বলতে হবে। এক্ষেত্রে সিপিএম ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement