দেশের বিভিন্ন মন্দির অথবা তীর্থস্থানগুলিতে ধর্মীয় অনুষ্ঠানের সময়ে প্রচুর পুণ্যার্থী আসেন। সেরকমই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরেও সময়বিশেষে বিপুল ভক্ত সমাগম হয়। অনিয়ন্ত্রিত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রানহানি হয় অনেক মানুষের। এবার এই ধরণের দুর্ঘটনা এড়াতে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরে একটি এআই দ্বারা চালিত কমান্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করবেন। এইধরনের উদ্যোগ ভারতের কোনো মন্দিরে এই প্রথম।
জানা গিয়েছে, বৈকুণ্ঠম-১ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে এই কমান্ড কন্ট্রোল সিস্টেম। মন্দিরে একটি বড় স্ক্রিন বসানো হবে। এই স্ক্রিনের মধ্যে দিয়ে মন্দির কর্তৃপক্ষের হাতে চলে আসবে ‘রিয়াল টাইম’ তথ্য। ২৫ জন বিশেষজ্ঞের একটি দল গঠন করা হবে গোটা ব্যাপারটির উপর নজরদারি করার জন্য। কন্ট্রোল সেন্টারটিতে বসানো হবে এআই সমন্বিত ক্যামেরা। এই ক্যামেরা জানিয়ে দেবে মন্দিরে একটি নির্দিষ্ট সময়ে কতজন পুণ্যার্থী রয়েছেন এবং কতজন লাইনে দাঁড়িয়ে আছেন। এছাড়াও জানা যাবে তাঁদের নাম, পরিচয় ইত্যাদি। এআইয়ের সাহায্যে তৈরি করা হবে একটি ত্রিমাত্রিক মানচিত্র যা ভিড় নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। মন্দিরের কোনো অংশে যদি অস্বাভাবিক ভিড় হয়ে যায় তাহলে ওই মানচিত্র ভিড় নিয়ন্ত্রণে কীভাবে করা যায় তার পরামর্শও দেবে।
Advertisement
মন্দিরের এক আধিকারিক বলেছন ‘এআই শুধুমাত্র নিরাপত্তা বাড়াবে না বরং মন্দির কর্তৃপক্ষের দুশ্চিন্তাও কমাবে। এর ফলে পুণ্যার্থীদের অভিজ্ঞতা আরও সুখদায়ক হবে।‘
Advertisement
Advertisement



