দিল্লি পুলিশের কর্মকর্তাদের ছদ্মবেশে মুম্বইয়ের এক ২৬ বছর বয়সের তরুণীকে হুমকি ও ভয় দেখানো। ‘ডিজিটাল গ্রেফতার ফাঁদে পা দিয়ে ১ লাখ ৭৮ হাজার টাকা খোয়ালেন তরুণী। শুধু টাকা আত্মসাৎই নয়, প্রতারকরা ওই তরুণীকে ভিডিও কলের সময় নগ্ন করতে বাধ্য করেছিল বলে অভিযোগ। মুম্বইয়ের এক হোটেলে ‘ডিজিটাল গ্রেফতার’ করে প্রতারকরা। এমনভাবে ওই তরুণীকে ভয় দেখানো হয়, যার জেরে প্রতারকদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লাখ ৭৮ হাজার টাকা পাঠাতে বাধ্য হন ওই তরুণী। গত ১৯ নভেম্বর মুম্বইয়ের এক হোটেলে এই ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান তরুণী। প্রতারকদের বিরুদ্ধে হেনস্থা এবং তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
সাইবার প্রতারণার এখন অন্যতম অস্ত্র ‘ডিজিটাল গ্রেফতার’। সম্প্রতি ‘ডিজিটাল গ্রেফতার’ এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রও। প্রতারণার নতুন নতুন পন্থা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ডিজিটাল গ্রেফতার’ বলে কিছু হয় না। দেশের কোনও আইনে এই ধরনের গ্রেফতারির কথা বলা নেই বলেও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। ফলে সাবধানতার সঙ্গে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন তিনি।
Advertisement
আপাতত ঘটনার তদন্ত করছে অন্ধেরি থানার পুলিশ।ভারতীয় ন্যায় সংহিতা এবং আই. টি আইনের বিভিন্ন ধারায় মুম্বই পুলিশ জুলুমবাজি ও হয়রানির মামলা দায়ের করে। আধিকারিকরা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
Advertisement



