‘র’ এবং ‘আইবি’ প্রধানের মেয়াদ বাড়ল আরও এক বছর 

‘র’ প্রধানের দায়িত্বে থাকবেন সামন্তকুমার গােয়েল। একইভাবে ইন্টিলিজেন্স ব্যুরাে (আইবি) প্রধানের দায়িত্বে থাকবেন আরও একবছর, অরবিন্দ কুমার। 

Written by SNS New Delhi | May 28, 2021 1:06 pm

‘র’ এবং ‘আইবি’ প্রধানের মেয়াদ বাড়ল আরও এক বছর। (Photo: IANS)

দেশের গুপ্তচর সংস্থা ‘র’ এবং গােয়েন্দা সংস্থা ‘আইবি’ পরিচালনার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দুই সংস্থার প্রধানদের মেয়াদ আরও এক বছর বাড়ানাের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 

রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধানের দায়িত্বে থাকবেন সামন্তকুমার গােয়েল। একইভাবে ইন্টিলিজেন্স ব্যুরাে (আইবি) প্রধানের দায়িত্বে থাকবেন আরও একবছর, অরবিন্দ কুমার। 

বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ‘র’ প্রধানের দায়িত্বে থাকা সামন্তকুমার গােয়েলের, কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১ এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ী তাদের মেয়াদ বাড়ানাে হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই মেয়াদ বৃদ্ধির অনুমােদন দিয়েছে।