দিল্লি, ৮ এপ্রিল – `ইউটিউবে অভিযোগ তুললেই যদি সবাইকে আমরা হাজতবাস করাই, তাহলে ভোটের আগে কতজনকে জেলে পাঠাতে হবে তা ভাবার বিষয় ` সোমবার একটি মামলায় এক ইউটিউবারের জামিন বহাল রেখে এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য অভিযুক্ত ইউটিউবার সাত্তাই দুরাইমুরুগনের জামিনের নির্দেশ বহাল রেখে এদিন এই মন্তব্য করে বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে তামিলনাড়ু সরকার। নিম্ন আদালত ওই ইউটিউবারকে জামিন দিলেও মাদ্রাজ হাই কোর্ট তা খারিজ করে দেয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সাত্তাই। সোমবার তাঁর জামিন বহাল রাখে শীর্ষ আদালত।
বেঞ্চ জানায়, একইভাবে জামিন বাতিল করার মতো কোনও কারণও আমরা খুঁজে পাইনি। তাই হাইকোর্টের জামিন খারিজের রায়দানকে বাতিল করছে সুপ্রিম কোর্ট। আগে যে জামিন মঞ্জুর করা হয়েছিল, তা বহাল থাকবে। উল্লেখ্য, ইউটিউবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য দুরাইমুরুগনকে পুলিশ গ্রেফতার করেছিল। তারপর মাদ্রাজ হাইকোর্ট শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। জামিনে থাকাকালীন তিনি কারও বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে পারবেন না বলে মুচলেকা দিতে হয়েছিল তাঁকে।
Advertisement
২০২২ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পেশায় ইউটিউবার সাত্তাই। তার পর নোটিস দিয়ে তামিলনাড়ু সরকারের বক্তব্য জানতে চায় শীর্ষ আদালত। ২০২১ সালে সাত্তাইকে প্রথম জামিন দেয় সুপ্রিম কোর্ট। সেই হিসাবে মোট আড়াই বছর ধরে জামিনে রইলেন তিনি। সোমবার ওই ইউটিউবারের জামিনের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার জানায়, ২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের মার্চে দু’টি এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তার পরেও অবশ্য সাত্তাইয়ের জামিন বহাল রাখে আদালত। লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের এই রায় এবং পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Advertisement
Advertisement



