• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দূষণ রোধে দ্বিগুণ হল জরিমানা 

দূষণ রোধে পরিবেশ রক্ষা আইনের জরিমানা সংক্রান্ত নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র। এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানো হলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কৃষকদের। ফসলের গোড়া পোড়ানোর জেরে শীতের শুরু থেকেই দূষণে আচ্ছন্ন হয়ে যায় গোটা উত্তর ভারত। এই বছরও নভেম্বরের শুরু থেকে দূষণের সমস্যায় জেরবার দিল্লি এবং সংলগ্ন এলাকা। 

দূষণ রোধে পরিবেশ রক্ষা আইনের জরিমানা সংক্রান্ত নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র। এবার থেকে কৃষিজমিতে ফসলের গোড়া পোড়ানো হলেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কৃষকদের। ফসলের গোড়া পোড়ানোর জেরে শীতের শুরু থেকেই দূষণে আচ্ছন্ন হয়ে যায় গোটা উত্তর ভারত। এই বছরও নভেম্বরের শুরু থেকে দূষণের সমস্যায় জেরবার দিল্লি এবং সংলগ্ন এলাকা। 

কেন্দ্র সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ একরের কম জমিতে ফসলের গোড়া পোড়ালে জরিমানা দিতে হবে ৫ হাজার টাকা। ২ থেকে ৫ একর জমিতে ফসল পোড়ালে জরিমানার পরিমাণ হবে ১০ হাজার টাকা। যাদের জমির পরিমাণ ৫ একরের বেশি তাদের জরিমানা হিসাবে দিতে হবে ৩০ হাজার টাকা। 
 
তবে এভাবে জরিমানা বাড়িয়ে আদৌ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। দূষণ সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিশেষ করে পাঞ্জাব এবং দিল্লির সীমানায় কৃষকদের ফসলের গোড়া পোড়ানোর কারণেই দিল্লি -সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকার বাতাস দূষিত হয় বলে অভিযোগ ওঠে। অতীতেও এই ফসল পোড়ানো নিয়ন্ত্রণ করতে না পারায় সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েতে হয়েছে দিল্লি, পাঞ্জাবকে ।

Advertisement

 
সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্রের দূষণ প্রতিরোধী আইনকে ‘নখদন্তহীন’ বলে কটাক্ষ করেছে। তার পরই বুধবার কেন্দ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জমিতে ফসল পোড়ানোর ক্ষেত্রে জরিমানার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, অনুমতি ছাড়া ফসল পোড়ালে কৃষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ।

Advertisement

Advertisement