• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

গ্রামে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে পঞ্চায়েতের অভিযান শুরু বর্ধমানে

প্লাস্টিক দূষণ বন্ধ করতে এবার বড়ো ধরনের প্রকল্প চালু করছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আর এবার জেলার প্রতি ব্লকে এনিয়ে কর্মসূচি শুরু হলো।

ফাইল চিত্র

প্লাস্টিক দূষণ বন্ধ করতে এবার বড়ো ধরনের প্রকল্প চালু করছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আর এবার জেলার প্রতি ব্লকে এনিয়ে কর্মসূচি শুরু হলো। উদ্যোগ নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন , জেলার ২৩টা ব্লকে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে একটি করে প্রজেক্ট চালু করা হয়েছে। যার মাধ্যমে আগামী দিনে প্লাস্টিক বর্জ্য থেকে গ্রামগুলোকে মুক্ত করা সম্ভব হবে। এদিন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর লাগোয়া গ্রামগুলোতে কর্মসূচি শুরু হলো। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা।

এ মুহূর্তে শুধুমাত্র শহর এলাকাই নয়, গ্রামীণ এলাকায় প্লাস্টিক দূষণ ভয়াবহ হয়ে উঠেছে। গ্রামের পুকুর, নালা, নয়নজুলি, ডোবা সবই ভর্তি হয়ে যাচ্ছে প্লাস্টিক জাতীয় উপাদানে। ফলে দ্রুত দূষণ ছড়িয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। বিশেষ করে প্লাস্টিকের ক্যারিব্যাগ সবচেয়ে বেশি দূষণ ঘটাচ্ছে। গ্রাম্য এলাকায় সেসব বন্ধ করার জন্য সরকারি প্রকল্পের রূপায়ণ ঘটাচ্ছে বর্ধমান জেলা পরিষদ।