বিহারে ২৪৩ আসনের ভোট গণনার পর ভালো ফল হল না লালুপুত্র তেজ প্রতাপের। বিহারে এবার ক্ষমতার দল করেছে এনডিএ। গণনায় শুধু আরজেডি নয়, ধরাশায়ী লালু যাদবের গোটা পরিবার। এখনও পর্যন্ত পাওয়া খবরে লড়াই চালিয়ে যাচ্ছেন তেজস্বী যাদব। কিন্তু চতুর্থ স্থানে রয়েছেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব।
ভোটের গণনায় দেখা গিয়েছে, তেজ প্রতাপ এই আসনে চতুর্থ স্থানে রয়েছেন। এই আসনে প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে চিরাগ পাসোয়ানের প্রার্থী সঞ্জয় কুমার সিং। দ্বিতীয় স্থানে আরজেডি-র বিধায়ক মুকেশ রৌশন। মুকেশ এখনও পেয়েছেন ১৫ হাজার ৯১৯ ভোট। অন্যদিকে এআইএমআইএম-এর অমিত কুমার পেয়েছেন ৭ হাজার ৭৪৯ ভোট। তেজ প্রতাপ পেয়েছেন মাত্র ৪ হাজার ৯৪১ ভোট। প্রায় ১৭ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।
Advertisement
বিহারের একটি গুরুত্বপূর্ণ আসন হল মহুয়া। আরজেডি থেকে বিতাড়িত লালুর বড় ছেলে তেজ প্রতাপ যাদবের দল জনশক্তি জনতা দল (জেজেডি), এনডিএ-এর লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে।
Advertisement
এই আসনে সরাসরি লড়াইয়ে ছিল লালুর দুই পুত্র। প্রসঙ্গত, বিহার ভোটের মুখে নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখেন তেজপ্রতাপ। ২৪৩ আসনের বিহারে মোট ৪৪টি আসনে প্রার্থী দেন তিনি। নিজেও দাঁড়িয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্র মহুয়া থেকে। যদিও ভোটের ফলাফল তেজপ্রতাপের পক্ষে গেল না।
Advertisement



