লোহার পাইপে ভরে বাজি ফাটাচ্ছিলেন এক যুবক এবং তাঁর দুই সঙ্গী। বাজি ফাটার পর সেই লোহার পাইপ ছিটকে গিয়ে লাগল কাছে দাঁড়িয়ে থাকা এক কিশোরীর মাথায়। ঘটনার জেরে মৃত্যু হল কিশোরীর। এই ঘটনার জন্য দুই নাবালক-সহ ৩ জনকে আটক করেছে আহমেদাবাদ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সাবরমতীর চেনপুর এলাকার। মৃত কিশোরীর বয়স ১৬ বছর। ওই কিশোরীর নাম হেনা। গত ২১ অক্টোবর পরিবারের সদস্যদের সঙ্গে আবাসনের সামনে দীপাবলি উদযাপন করছিল হেনা। এর ঠিক পাশেই দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে বাজি ফাটানোর চেষ্টা করছিল তিন অভিযুক্ত। সেই সময় লোহার পাইপ ছিটকে হেনার মাথায় লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
একই জায়গা বাজি পোড়াচ্ছিল তিন অভিযুক্ত। জানা গিয়েছে, বিপজ্জনক কায়দায় বাজি পোড়াচ্ছিল তারা। দু’টি পাথরের মাঝে লোহার পাইপ বসিয়ে বাজি ফাটানোর চেষ্টা করছিল। সেই বাজি ফাটতেই পাইপটি বিদ্যুতের গতিতে ছিটকে এসে লাগে হেনার মাথায়। তাতে গুরুতর আহত হয় কিশোরী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া স্থানীয় এলাকায়।
Advertisement
Advertisement



