• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহারাষ্ট্রে ‘দহি হান্ডি’ উৎসবে দুর্ঘটনা, পড়ে গিয়ে মৃত দুই

মহারাষ্ট্রের জনপ্রিয় উৎসব ‘দহি হান্ডি’ চলাকালীন বিপত্তি। শনিবার মুম্বই এবং থানেতে উৎসব চলাকালীন পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের জনপ্রিয় উৎসব ‘দহি হান্ডি’ চলাকালীন বিপত্তি। শনিবার মুম্বই এবং থানেতে উৎসব চলাকালীন পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২০০ জন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরী এলাকায় হান্ডি ভাঙার সময় ভিড়ে এক মহিলা অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম গাঁওদেবী পাঠক। অন্যদিকে, মুম্বইয়ের মানখুর্দে আরও এক জনের মৃত্যুর খবর মিলেছে। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মোট ২০০ জন আহত হয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের মধ্যে শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানের ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। তাঁদের মধ্যে অনেকের মাথা, কাঁধ, কোমর ও বুকে চোট লেগেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, জন্মাষ্টমীর দিন মহারাষ্ট্রে পালিত হয় ‘দহি হান্ডি’ উৎসব। এই দিনে ‘গোবিন্দা’রা দল বেঁধে মানুষের পিরামিড তৈরি করে উঁচুতে বাঁধা দইয়ের হাঁড়ি ভাঙেন। তবে প্রতিবারই এই উৎসবে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন। এবারও তার ব্যতিক্রম হল না। যদিও প্রতিবারই প্রশাসনের তরফে সতর্কতামূলক পদক্ষেপ করার কথা বলা হয়, কিন্তু দুর্ঘটনা কমানো যায়নি।

Advertisement

এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও উৎসব আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য কামনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে হাসপাতাল সূত্রে ইঙ্গিত মিলেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও কড়া পদক্ষেপ করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Advertisement