• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অরুন্ধতী রায়ের বইয়ের প্রচ্ছদ নিয়ে আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট

লেখিকা অরুন্ধতী রায়ের স্মৃতিকথা 'মাদার ম্যারি কামস টু মি'–র প্রচ্ছদে তাঁর হাতে জ্বলন্ত বিড়ি সেবনের ছবি নিয়ে করা আপত্তি গ্রহণ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

লেখিকা অরুন্ধতী রায়ের স্মৃতিকথা ‘মাদার ম্যারি কামস টু মি’–র প্রচ্ছদে তাঁর হাতে জ্বলন্ত বিড়ি সেবনের ছবি নিয়ে করা আপত্তি গ্রহণ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানায়, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এর আগে কেরালা হাইকোর্টও একই যুক্তিতে আবেদন খারিজ করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছিল।

প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হয়। আবেদনকারীর আইনজীবী দাবি করেছিলেন, প্রচ্ছদের ছবিতে লেখিকাকে বিড়ি খেতে দেখা গেলেও সেখানে ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’–এর মতো সতর্কীকরণ নেই। এমনকি বিড়িটি তামাক নাকি গাঁজা— সেটাও স্পষ্ট নয় বলে অভিযোগ তোলা হয়।

Advertisement

এ নিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, অরুন্ধতী রায় একজন বিশিষ্ট সাহিত্যিক— তাঁর বইয়ের প্রচ্ছদ কোনও ভাবেই ধূমপানের প্রচার নয়। বেঞ্চ আরও জানতে চায়, আবেদনটি কি শুধুই আবেদনকারীর ‘পাবলিসিটি’ পাওয়ার জন্য? আদালতের পর্যবেক্ষণ, বইটি কোনও বিজ্ঞাপন নয় যে তামাকবিরোধী আইনের নির্দিষ্ট মাপ অনুযায়ী সতর্কীকরণ লিখতে হবে।

Advertisement

আদালত এ-ও জানায়, প্রচ্ছদের পিছনে প্রকাশক স্পষ্ট করে লিখেছেন— ছবিটি তামাক সেবনের পক্ষে নয়। বইয়ের বিষয়বস্তু ও লেখিকার সাহিত্যকর্মের সঙ্গে ধূমপানের কোনও সম্পর্ক নেই। সুতরাং তামাকবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে না। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়— এই আবেদন গ্রহণযোগ্য নয়, তাই এটি খারিজ করা হচ্ছে।

Advertisement