করােনা রােগীকে সুস্থ করার জন্য তার পাশে দাঁড়িয়েছিলেন সােনু সুদ। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হল না। সে কারণে মন খারাপ সােনু সুদের। হতাশা গ্রাস করেছে এই অভিনেতাকে। ভেবে পাচ্ছেন না। কীভাবে ওই পরিবারের মানুষজনের কাছে মুখ দেখাবেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করমতে পারেননি।
রবিবার রাতে সােনু নিজেই তার এই অসহায়তার কথা ট্যুইটে জানান। সেখানে তিনি লেখেন, দিনে ১০ বার করে যােগাযােগ রাখার চেষ্টা করেছিলেন, মরিয়া চেষ্টা করেছিলাম রােগীকে বাঁচানাের। রােগীর পরিজনদের কথা দিয়েছিলাম, বাঁচিয়ে তুলব বলে। কিন্তু এখন নিজেকে অসহায় লাগছে। মনে হচ্ছে নিজের পরিবারের কাউকে হারালাম।
Advertisement
Advertisement
Advertisement



