• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

২৩৫ কোটির মূর্তিতে খরচ মাত্র দেড় কোটি, গ্রেপ্তার শিবাজি ভাস্কর জয়দীপ

নয় মাস আগে শিবাজী মূর্তিটিকে ঘটা করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২৬ আগস্ট দুপুর ১টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি।

গত ২৬ আগস্ট মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ জেলার রাজকোট দুর্গে ভেঙে পড়ে ৩৫ ফুটের শিবাজি মূর্তি। যার ফলে মূর্তি গড়া নিয়ে বহু অভিযোগ ওঠে বরাদ পাওয়া সংস্থার বিরুদ্ধে। এরপর বুধবার ওই মূর্তির ভাস্করকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। ভাস্কর জয়দীপ আপ্তের সংস্থাই তৈরি করেছিল মূর্তিটি।

নয় মাস আগে শিবাজী মূর্তিটিকে ঘটা করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২৬ আগস্ট দুপুর ১টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। ঘটনায় মহারাষ্ট্রের এনডিএ সরকারের দিকে আঙুল তোলে বিরোধী শিবির। প্রাথমিক তদন্তে দাবি করা হয়, মরচে পড়া স্টিল ও নাটবল্টু ব্যবহার করা হয়েছিল মূর্তি তৈরিতে। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জয়দীপ আপ্তের সংস্থাকে মূর্তি গড়ার বরাদ দেওয়া নিয়েও অভিযোগ ওঠে। এরই মাঝে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৈধ সীমার চেয়েও অন্তত ছ’গুণ উঁচু রাখা হয়েছিল মূর্তির উচ্চতা। প্রাথমিকভাবে ৬ ফুটের মাটির মূর্তি তৈরির অনুমতি দেওয়া হলেও শেষে ৩৫ ফুটের স্টিলের মূর্তি গড়া হয়।