• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্কুলের শৌচালয়ের ছাদ ভেঙে মৃত্যু ৮ বছরের ছাত্রের

স্কুল ভবনের ভাঙা-চোরা ছাদের হাল ফেরাতে আগে থেকেই একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে সে কথা জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু কর্ণপাত করেনি কেউ। আর তাতেই বিপত্তি। তারপর আচমকাই স্কুলের শৌচালয়ের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ৮ বছর বয়সি এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চম্পাওয়াট জেলায়। পাতি সাবডিভিশনের মৌনকান্দে প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এদিন স্কুল চলাকালীন শৌচালয়ে গিয়েছিল

স্কুল ভবনের ভাঙা-চোরা ছাদের হাল ফেরাতে আগে থেকেই একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে সে কথা জানিয়েছিলেন অভিভাবকরা। কিন্তু কর্ণপাত করেনি কেউ। আর তাতেই বিপত্তি। তারপর আচমকাই স্কুলের শৌচালয়ের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ৮ বছর বয়সি এক শিশুর।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চম্পাওয়াট জেলায়। পাতি সাবডিভিশনের মৌনকান্দে প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। এদিন স্কুল চলাকালীন শৌচালয়ে গিয়েছিল চন্দন নামের এক ছাত্র। সেই সময় আচমকাই ভেঙে পড়ে শৌচালয়ের ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের। এই ঘটনায় আহত হয়েছে সোনু, রিঙ্কু এবং শগুনি নামের আরও তিন পড়ুয়া। তাদের প্রত্যেকেরই বয়স ৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement