টি২০ বিশ্বকাপে বিরাটকে চাই, জয় শাহকে জানিয়ে দিলেন রোহিত

Written by SNS March 18, 2024 3:39 pm

মুম্বই– বিশ্বকাপের প্রায় বন্ধ দরজা খুলে গেল বিরাট কোহলির৷ এখন যা অবস্থা তাতে একটা কথা লিখে দেওয়া যায় যে বিরাটকে রেখেই দল গড়া হবে৷ এর বাইরে অন্য কিছু হবে না৷

ক্রিকেট মহলে হঠাৎ করে খবর রটে যায় যে এবাবের বিশ্বকাপে বিরাটকে দলে চাইছেন না নির্বাচকরা৷ তাঁদের মনে হয়েছে যে বিরাটকে দলে নিতে হলে অনেক জুনিয়র ক্রিকেটারকে বাইরে পাঠাতে হবে৷ যারা এতদিন জাতীয় দলের হয়ে ভাল পারফর্ম করেছে, তাদের কী করে বাইরে রাখা যায়৷ বিরাট এই ফরম্যাটে দারুন কিছু করতে পারছে না৷ তার সঙ্গে কথা বলে ব্যাপারটি বোঝানো হবে৷ শুধু এই ফরম্যাটে জন্য তাকে বাইরে রেখে দল গড়া হবে৷ টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট যেমন খেলছে, তেমনই খেলবে৷

তখন কথা উঠেছিল যে আইপিএলে বিরাট ভাল খেলে দিলে কী করা হবে! তা নিয়ে কথার উত্তর পাওয়া যায়নি৷ মোটমুটি ধরে নেওয়া হয়েছিল যে বিরাটকে বাইরে রেখে বিশ্বকাপে ভারতীয় দল আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবে৷

এ নিয়ে নির্বাচক প্রধান অজিত আগারকার প্রায় নিশ্চিত ছিলেন৷ ভারতের দক্ষিন আফ্রিকা সফরের সময় তাঁর সঙ্গে বিরাটের এক প্রস্থ কথাও হয়েছিল৷ ঠিক ছিল আইপিএল খেলার সময় আবার কথা হবে৷ তিনি রাজি নন৷ বাকি নির্বাচকরাও এ নিয়ে অন্য কথা বলছেন না৷ এই খবর বোর্ড সচিব জয় শাহর কাছে যাওয়ার পর তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যোগাযোগ করেন৷ রোহিতকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে বিরাটকে নিয়ে তিনি কী ভাবছেন! রোহিত পরিস্কার জানিয়ে দেন, যে কোনও মূল্যে তিনি দলে বিরাটকে চান৷ এর বাইরে তিনি অন্য কিছু ভাবতে পারছেন না৷

কদিন আগে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার নিজের এক্স ফ্যাক্টরে লিখেছিলেন, বিরাটকে বাইরে রেখে কী করে দল গড়ার কথা ভাবা হচ্ছে৷ রোহিতের উচিত এ নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলা৷ শেষপর্ষন্ত তাই হল৷ বোর্ড সচিব নিজেই এ ব্যাপারে রোহিতের সঙ্গে যোগাযোগ করেন৷ এবং ভারত অধিনায়কের কাছ থেকে উত্তর পেয়ে যান৷ তাই ধরে নেওয়া যায় যে অজিত আগারকার অ্যান্ড কোং এখন এ নিয়ে কিছু বলতে পারবেন না৷ অধিনায়ক যখন চাইছেন, তখন সেই ক্রিকেটারকে দিতেএই হবে৷ আবার সেই ত্রিকেটারের নামে যদি বিরাট কোহলি হয় তা হলে তো কথাই নেই৷