পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযােগ প্রমাণিত হওয়ায় বিহারের একটি আদালত প্রধান শিক্ষককে মৃত্যুদণ্ডের সাজা শােনাল। পাটনায় যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা প্রদানের জন্য গঠিত পকসাে আদালতের বিচারপতি অওপেশ কুমার এই রায় ঘােষণা করেছেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অরবিন্দ কুমারকে সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অরবিন্দ কুমারের সঙ্গে ফুলওয়ারি শরিফে অবস্থিত ওই স্কুলের অন্য এক শিক্ষক অভিষেক কুমারও দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
Advertisement
২০১৮ -এর সেপ্টেম্বরে এই ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। নির্যাতিতার পরিবারের লােকজন এই দু’জনের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেন। ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করতে সবকিছু সামনে আসে। এতদিন পকসাে এবং অন্যান্য ধারায় মামলা চলছিল। সােমবার সেই মামলার রায় সামনে এলাে।
Advertisement
Advertisement



