• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুলিশের মারেই ক্যান্সার হয়েছে সাধ্বী প্রজ্ঞার,বিস্ফোরক দাবি রামদেবের

সাধ্বী প্রজ্ঞাকে জাতীয়তাবাদী বলে সম্বােধন করেন রামদেব।

রামদেব (Photo: Amlan Paliwal/IANS)

মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত,লােকসভা নির্বাচনে ভােপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরের হয়ে এবার গলা ফাটালেন যােগগুরু বাবা রামদেব।সাধ্বী প্রজ্ঞাকে জাতীয়তাবাদী বলে সম্বােধন করেন রামদেব।বিজেপির এই প্রার্থীর সম্পর্কে বাবা রামদেবের বক্তব্য,“দীর্ঘ ৯ বছর ধরে কারাগারে প্রজ্ঞার উপর যে নির্যাতন করা হয়েছে তাতেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি।২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এবং পরে জামিনে মুক্ত প্রজ্ঞা ঠাকুরের সম্পর্কে তিনি আরও বলেন,শুধুমাত্র সন্দেহের বশেই গ্রেফতার হন প্রজ্ঞা ঠাকুর।জেলের মধ্যে তার ওপর এমন অত্যাচার করা হয়েছিল যাতে মনে হয় তিনি কোনও সন্ত্রাসবাদী।এটা অপরাধের পরাকাষ্ঠা। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতেই একজন ব্যক্তিকে গ্রেফতার করবেন এবং তাকে নয় বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করবেন।প্রবল চাপ সহ্য করতে হয়েছিল প্রজ্ঞাকে।

Advertisement

Advertisement