• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল রাজস্থানের পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা

এই দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন বাবুলাল কাটারা ও সদস্য রামু রাইকার বিরুদ্ধে।

রাজস্থানে ২০২১ সালের পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা বাতিল করল হাইকোর্ট। প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ রায় দেয়। রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের একাধিক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আদালত। এই দুর্নীতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন বাবুলাল কাটারা ও সদস্য রামু রাইকার বিরুদ্ধে।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ভিকে সিংয়ের তদন্ত রিপোর্ট অনুযায়ী, পরীক্ষা হওয়ার আগেই কাটারা প্রশ্নপত্র ফাঁস করেন এবং রামু রাইকা সেই প্রশ্নপত্র ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রস্তুত করান। কমিশনের আরও চার সদস্যের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই কেলেঙ্কারিতে এখনও পর্যন্ত ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে মোট ১১৮ জনের, যার মধ্যে ৮৮ জন এখনও পলাতক। আদালতের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘লঙ্কার অন্দরে থাকা বিশ্বাসঘাতকই লঙ্কা ধ্বংস করেছে।’

Advertisement

২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৮২৪ জন প্রার্থীকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। যাঁরা অন্য চাকরি ছেড়ে এই পদে নিযুক্ত হতে চেয়েছিলেন, তাঁদের পূর্বতন পদের দায়িত্বে ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত, যতদিন না ফের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই মামলার প্রথম চার্জশিট দাখিল হয় ২০২৪ সালের ২ মে এবং সর্বশেষ চার্জশিট ২০২৫ সালের ৩১ জুলাই।

Advertisement

মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, ‘এই রায় সত্যের জয়। বহুদিন ধরে চলা সংগ্রামের পর অবশেষে ন্যায়বিচার মিলল।’ আদালত রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisement