• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রাজস্থানে হস্টেল থেকে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

রাজস্থানের উদয়পুরের একটি বেসরকারি ডেন্টাল কলেজে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মিলেছে হাতে লেখা সুইসাইড নোটও।

রাজস্থানের উদয়পুরের একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মিলেছে হাতে লেখা সুইসাইড নোটও। তাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ছাত্রী। ছাত্রীর দেহ উদ্ধারের পরেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান কলেজ পড়ুয়ারা। সুইসাইড নোটে উল্লেখিত নির্দিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হচ্ছে প্রতিবাদ আন্দোলন থেকে। যদিও আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়া বিডিএস ফাইনাল ইয়ারের ছাত্রী। শ্বেতা সিং নামে ওই পড়ুয়ার বাড়ি জম্মু-কাশ্মীরে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে কলেজের হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর সহপাঠীরা। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। সুইসাইড নোটে লেখা ছিল, ‘কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের ফেল করিয়ে দিচ্ছে। টাকা চেয়ে চাপ দিচ্ছে। টাকা দিলে পাশ করায়, না দিলে রক্ত শুষে নেয়। দু’মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু তা দু’বছর পেরিয়ে গেল। আমার ডিগ্রি কবে পাব, ঈশ্বর জানেন।’ চিরকুটে আরও দাবি করা হয়েছে, ‘যেসব শিক্ষার্থী বেতন দিতে পারতেন না, তাঁদের কলেজ কর্তৃপক্ষ চরম হয়রানি করত।’

Advertisement

এই ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ছাত্রছাত্রীরা কলেজ গেটের সামনে ধর্নায় বসে স্লোগান দিতে থাকেন। তাঁরা দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে ব্যাপক প্রতিবাদ করেন। সোশাল মিডিয়ায় বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছাত্রীরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Advertisement

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, কলেজ কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরীক্ষা, ক্লাস এবং নানা অজুহাত দেখিয়ে ছাত্রছাত্রীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে। তাঁদের দাবি, পড়ুয়াদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা হয়। আত্মহত্যার কারণ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। তবে অনেকেই মনে করছেন, কলেজের অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের অবহেলার ফলস্বরূপ এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সুখের থানার এসএইচও রবীন্দ্র চরণ জানিয়েছেন, ছাত্রীর মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে।

Advertisement