রাজস্থানে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। অভিযোগ, প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুনের ছক কষেন ওই বিজেপি নেতা। তদন্তে উঠে এসেছে, খুনের পর ঘটনাকে ডাকাতির মোড়কে সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছিলেন অভিযুক্ত। ধৃত বিজেপি নেতার নাম রোহিত সৈনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ১০ আগস্ট স্ত্রী সঞ্জুকে খুন করেন তিনি। পুলিশ জানিয়েছে, সঞ্জুর দেহ উদ্ধার হয় তাঁদের ঘর থেকেই। ঘটনার পর প্রথমে প্রতিবেশীদের রোহিত জানান, তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাতদের বাধা দিতে গিয়েই স্ত্রী খুন হয়েছেন।
পুলিশের কাছে রোহিতের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করা যায়। পাশাপাশি, সঞ্জুর পরিবার ও প্রতিবেশীদের সন্দেহও গাঢ় হতে থাকে। তদন্তে নেমে পুলিশ রোহিত ও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ জেরার পর শেষ পর্যন্ত রোহিত নিজের অপরাধের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। পুলিশের দাবি, রোহিতের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল ঋতু নামে এক মহিলার। সেই সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। একাধিকবার সঞ্জু এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় পরিস্থিতি আরও জটিল হয়।
Advertisement
রোহিত পুলিশকে জানিয়েছেন, স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন ঋতুই। তাঁর প্ররোচনায়ই পরিকল্পনা করে খুন করা হয় সঞ্জুকে। এই ঘটনায় রোহিতের পাশাপাশি প্রেমিকা ঋতুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, সঞ্জু হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও আর্থিক বা পারিবারিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ঘটনার তদন্ত এখনও চলছে। পুলিশের দাবি, দ্রুত চার্জশিট পেশ করা হবে।
Advertisement
Advertisement



