• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহারাষ্ট্রে রেলস্টেশনের গেরুয়াকরণ, ‘অওরঙ্গাবাদ’ বদলে হল ‘ছত্রপতি সম্ভাজিনগর’

পালাবদল হয়েছে রাজ্যের শাসনক্ষমতারও। ২০২২ সালের জুনে শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধবকে সরিয়ে বিজেপি সমর্থিত একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হন।

ফাইল চিত্র

মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ রেলস্টেশনের নাম বদল করে এখন থেকে তা পরিচিত হবে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ নামে। দক্ষিণ-মধ্য রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মহারাষ্ট্রের বিজেপি-শিন্দে সেনা-এনসিপি (অজিত) জোট সরকার নামবদল সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রসঙ্গত, অওরঙ্গজেবের নামাঙ্কিত অওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তনের উদ্যোগ শুরু হয়েছিল ২০২১ সালে। সেই সময় মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব ঠাকরে। উদ্ধবের যুক্তি ছিল, ‘অওরঙ্গজেব কোনও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না’। তবে সহযোগী কংগ্রেস ও এনসিপির বাধার কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

Advertisement

এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক ময়দানে অনেক পরিবর্তন হয়েছে। পালাবদল হয়েছে রাজ্যের শাসনক্ষমতারও। ২০২২ সালের জুনে শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধবকে সরিয়ে বিজেপি সমর্থিত একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হন। তাঁর আমলেই জেলা ও সদর শহরের নাম বদল করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ করা হয়।

Advertisement

চলতি বছরের শুরুতে লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবি ‘ছাওয়া’-র প্রেক্ষাপটে অওরঙ্গজেব বিরোধী ভাবাবেগ পুনরায় তীব্র হয়ে উঠেছে। সেই সময় সম্ভাজিনগর থেকে অওরঙ্গজেবের সমাধি অপসারণ এবং রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবি ওঠে। মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সেই দাবিতে সায় দেন এবং রেলস্টেশনের নতুন নাম অনুমোদন করেন।

উল্লেখ্য, ঔপনিবেশিক ব্রিটিশ আমলে ১৯০০ সালে চালু হয় অওরঙ্গাবাদ রেলস্টেশন। হায়দরাবাদের সপ্তম নিজাম মির ওসমান আলি খানের অর্থ সাহায্যে নির্মিত হয়েছিল এই স্টেশন। এবার সেই স্টেশনের নাম বদলে এবার গেরুয়াকরণ করা হল।

Advertisement