• facebook
  • twitter
Tuesday, 6 May, 2025

ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদী ও ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, মোদীর ভ্রমের বেলুন ফুটো করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পরামর্শ, কারও অনুগ্রহে না থেকে ভারতকে উৎপাদন নির্ভর, স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা প্রয়োজন রয়েছে।

সোমবার এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, ‘এতদিন ধরে যে ভ্রমের বেলুন ফোলানো হয়েছিল, ট্রাম্প সেই বেলুন ফুটো করে দিয়েছেন। বাস্তবটা এখন সকলের সামনে চলে এসেছে। গুরুতর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোথাও দেখা যাচ্ছে না। এই চরম বাস্তবটা দেশের এ বার স্বীকার করে নেওয়া উচিত। উৎপাদন নির্ভর, স্থিতিশীল অর্থনীতির দেশ গড়ে তোলা ছাড়া আমাদের কাছে অন্য কোনও বিকল্প নেই। এই অর্থনীতি সকল ভারতীয়কে সুবিধা প্রদান করবে।’

গত ৫ এপ্রিল ট্রাম্পের পারস্পরিক শুল্কনীতির জেরে বিরাট ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজার। সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। একদিনের মধ্যে ভারতের বাজারে বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে। ৪ থেকে ৭ শতাংশ পড়ে গিয়েছে গাড়ি-আইটি সংস্থাগুলির শেয়ার। ৭ শতাংশ পড়েছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ার। ছোটো এবং মাঝারি সংস্থার শেয়ার যথাক্রমে ৬.২ এবং ৪.৬ শতাংশ পড়েছে। গুরুতর এই পরিস্থিতির জন্য সরাসরি ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এই আবহে এ বার সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তাঁর এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।