• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভিডিও পাঠিয়ে মোদিকে মণিপুর নিয়ে রাহুলের বার্তা

একবার মণিপুরে গিয়ে দেখে আসুন কী দুর্দশায় রয়েছেন বাসিন্দারা ইম্ফল, ১১ জুলাই– নিজের মণিপুর সফরের দরুণও প্রধানমন্ত্রী মোদিকে বিঁধতে ছাড়লেন না বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মণিপুর নিয়ে আক্রমণ করার পর এবার নিজে উত্তর-পূর্বের পাহাডি় এই উপস্থিত থেকে মোদিকে তাঁর পরামর্শ, রাজ্যে গিয়ে মানুষের দুরবস্থা দেখে

একবার মণিপুরে গিয়ে দেখে আসুন কী দুর্দশায় রয়েছেন বাসিন্দারা
ইম্ফল, ১১ জুলাই– নিজের মণিপুর সফরের দরুণও প্রধানমন্ত্রী মোদিকে বিঁধতে ছাড়লেন না বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মণিপুর নিয়ে আক্রমণ করার পর এবার নিজে উত্তর-পূর্বের পাহাডি় এই উপস্থিত থেকে মোদিকে তাঁর পরামর্শ, রাজ্যে গিয়ে মানুষের দুরবস্থা দেখে আসুন৷ মোদিকে রাহুলের পরামর্শ, প্রধানমন্ত্রীকে মণিপুর এসে নিজে রাজ্যবাসীর সঙ্গে কথা বলে শান্তি ফিরিয়ে আনার আবেদন করা উচিত৷

বৃহস্পতিবার দুপুরে হিন্দিতে লেখা এক এক্সবার্তায় একইসঙ্গে তাঁর সাম্প্রতিক মণিপুর সফরের পাঁচ মিনিটের একটি ভিডিও তুলে ধরেছেন কংগ্রেস সাংসদ৷ রায়বরেলির লোকসভা এমপি বার্তায় লিখেছেন, মণিপুরে হিংসা শুরু হওয়ার পর আমি তিনবার এখানে এসেছি৷ কিন্ত্ত, দুঃখের বিষয় এই যে, পরিস্থিতির কোনও সংশোধন হয়নি৷ আজও এই রাজ্য দুভাগে ভাগ হয়ে রয়েছে৷

Advertisement

ভিডিও-তে রাহুল দেখিয়েছেন, এখনও কত মানুষের চোখে জল রয়েছে৷ ত্রাণশিবিরে আর কতদিন থাকতে হবে, জানতে চেয়েছেন সেখানকার মানুষ৷ জিরিবাম ত্রাণশিবিরের এক মহিলা বলছেন, তাঁর ঠাকুমা এখন সংঘর্ষ কবলিত এলাকায় রয়েছেন৷ তিনি কী অবস্থায় রয়েছেন, আদৌ বেঁচে আছেন কিনা তার কোনও খবর নেই৷ যদি তাঁর সঙ্গে যোগাযোগ করাও যায়, তাহলেও আমরা সেখানে যেতে পারব না, তিনিও আমাদের কাছে চলে আসতে পারবেন না৷

Advertisement

অসমের থালাইয়ের একটি ত্রাণশিবিরের এক মহিলা বলেন, চিকিৎসার অভাবে তাঁর ভাইয়ের মৃতু্য হয়েছে৷ সরকারের তরফে কোনও ওষুধপত্রের ব্যবস্থা করা হয় না৷ রাহুল তাঁকে প্রতিশ্রুতি দেন যে, কংগ্রেস পার্টি সেখানে ওষুধ বণ্টনের ব্যবস্থা করবে৷ চূড়াচাঁদপুরের একটি ত্রাণশিবিরে রাহুল বলেন, সরকার সংঘর্ষ থামাতে চাইলে এখনই পারে৷ মৈরাং শিবিরে আশ্রয় নেওয়া মানুষকে বলেন, আমি লোকসভায় বিষয়টি তুলব৷ কিন্ত্ত আপনাদের ঘরে ফেরাতে পারব না৷ কারণ এটা একমাত্র সরকারই পারে৷ তবে কথা দিচ্ছি সংসদের পরবর্তী অধিবেশনেই আমি আপনাদের হয়ে কথা বলব৷

রাহুল মণিপুরের ত্রাণশিবিরগুলি ঘোরার ভিডিও পোস্ট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন জাতিদাঙ্গা কবলিত এই রাজ্যে একবারের জন্য হলেও ঘুরে আসেন৷ পাঁচ মিনিটের এই ভিডিও দেখিয়ে রাহুল লিখেছেন, কিছুই বদলায়নি৷ ঘর জ্বলছে, নির্দোষ মানুষের জীবন বিপদের মুখে এবং হাজার হাজার পরিবার ত্রাণশিবিরে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন৷
তবে শুধু মোদিকে খোঁচা দিয়েই ক্ষান্ত হননি রাহুল, সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট মণিপুরে শান্তি ফিরিয়ে আনার দাবিতে সংসদে পুরোদমে লড়াই চালাবে৷

Advertisement