• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহার ভোটের আগে হাইড্রোজেন বোমা! হরিয়ানা ভোটে কারচুপি নিয়ে ‘বিজেপি-কমিশন-এর আঁতাঁত’ নিয়ে সরব রাহুল

হরিয়ানায় নির্বাচনের আগে প্রায় ৩.৫ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি

বৃহস্পতিবার বিহারের প্রথম দফার ভোট। তার একদিন আগেই বুধবার হাইড্রোজেন বোমা ফাটালেন কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর আগে দু’বার সংবাদিক সম্মেলন করে ভোটচুরি নিয়ে বোমা ফাটিয়েছিলেন কংগ্রেস নেতা। এবার হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুললেন তিনি। তাঁর দাবি, হরিয়ানায় ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটারই ভুয়ো। হরিয়ানায় নির্বাচনের আগে প্রায় ৩.৫ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।  ভোটার তালিকায় একই ভোটারের ছবি ভিন্ন নামে ভিন্ন বুথে রয়েছে, বহু বুথে ভুয়ো ভোটার রয়েছে বলে দাবি করেছেন রাহুল। হরিয়ানা নির্বাচনে শুধু একটি নির্দিষ্ট কেন্দ্রে নয়, প্রায় গোটা রাজ্যে এই ‘ভোট চুরি’  হয়েছে বলে দাবি করেন তিনি। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে ‘বিজেপি-কমিশন আঁতাঁত’ নিয়ে সরব হন বিরোধী দলনেতা।

পাশাপাশি, এদিন তিনি এক মহিলার ছবি দেখান।  ওই মহিলা ব্রাজিলের এক মডেল বলে দাবি করেন কংগ্রেস নেতা। তাঁর ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। কোথাও তিনি সীমা, কোথাও সুইটি, আবার কোথাও তিনি সরস্বতী। ভোটার তালিকায় ভিন্ন ভিন্ন নাম। তবে সব নামের পাশে ওই ব্রাজিলের মডেলের ছবি। ২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি।  ভোটচুরি করে পদ্মশিবির ওই নির্বাচন জিতেছে বলে এদিন অভিযোগ করেন রাহুল। অভিযোগের সঙ্গে প্রমাণও দেন তিনি।

Advertisement

হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো। এই পরিসংখ্যান তুলে ধরে রাহুল বলেন হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানা জিতেছে বলে অভিযোগ রাহুলের। তাঁর কথায়, ‘হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে।’ গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই নির্বাচন কমিশন জানত বলে দাবি কংগ্রেস নেতার। রাহুলের বলেন, ‘কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল।’ তিনি আরও বলেন, ‘হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিত ভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। ফলপ্রকাশের পর দেখা গেল উল্টো ছবি।’ রাহুলের দাবি, ‘হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।’

Advertisement

শুধু ওই মডেলের ছবি নয়, রাহুল আরও এক মহিলার কথা বলেন। তাঁর দাবি, হরিয়ানার এক বিধানসভা কেন্দ্রে একই মহিলার ছবি ১০০টি ভোটার কার্ডে মিলেছে। রাহুল দাবি করেন, দু’টি ভোটকেন্দ্রের ভোটার তালিকায় অন্তত ২২৩ বার রয়েছে। এ ছাড়াও হরিয়ানার ভোটার তালিকায় দেখা গিয়েছে, যে ভোটারের বয়স ৭৩ বছর তাঁর ছবি আসলে এক কিশোরের। আবার এক ভোটারের নাম বিক্রম সিং, ৯টি বুথে তিনি ভোটার। পুরুষের নাম হলেও তাঁর ছবি মহিলার। রাহুলের অভিযোগ ৫ ভাবে এই কারচুপি হয়েছে, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, বাল্ক ভোটার, ফর্ম ৬ -এর অপব্যবহার, আর ফর্ম ৭ এর অপব্যবহার।

তাঁর অভিযোগ, এই সব কারচুপি আড়াল করতেই কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছে। রাহুল বলেন, ‘হরিয়ানায় কোনও ভোটই হয়নি। শুধু ভোট চুরি হয়েছে। কমিশন এবং বিজেপি হাত মিলিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।’ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং-এর একটি বক্তব্যের ভিডিও এদিন দেখান রাহুল। ওই ভিডিওতে নায়াব সিং-কে বলতে শোনা যায়, ‘আমাদের কাছে সব ব্যবস্থা রয়েছে। বিজেপিই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে।’ রাহুলের প্রশ্ন, কোন ব্যবস্থার কথা বলেছিলেন নায়াব সিং? আগে থেকে কী করে তিনি এত কনফিডেন্ট হলেন জেতার ব্যাপারে?

আজকের বৈঠকে আগে রাহুল দু’টি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে ‘ভোটার ডিলিশন’ ও ‘ভোটার অ্যাডিশন স্ক্যাম’-এর অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি শীঘ্রই এক ‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন। সেই প্রতিশ্রুতি অনুসারে এদিন সামনে আনলেন ‘এইচ ফাইলস’। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

বিজেপি এখনও এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে,  রাহুল গান্ধীর সমস্ত অভিযোগ ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।‘ কমিশন জানায়, হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও মামলাও হয়নি। পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে মাত্র ২২টি নির্বাচনী আবেদন বিচারাধীন রয়েছে। এক নির্বাচনী আধিকারিক বলেছেন, ‘রাহুল গান্ধী এখন কি বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সমর্থন করছেন, যা ডুপ্লিকেট, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিতে সাহায্য করে? নাকি তিনি এরই বিরোধিতা করছেন?’

 

Advertisement